জেলেনস্কির পাশে থাকার প্রতিশ্রুতি স্টারমারের
সেখানে স্টারমার আশ্বস্ত করেছেন যে, তিনি জেলেনস্কির সঙ্গেই আছেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা সুরক্ষা আদায়ে ব্যর্থ হয়েছেন কিয়েভের প্রেসিডেন্ট। শুক্রবার ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে ট্রাম্প ও জেডি ভান্সের সঙ্গে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়েন তিন। এক পর্যায়ে জেলেনস্কিকে ওয়াশিংটন থেকে বের হয়ে যেতে বলা হয়। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। পৌঁছেই তিনি স্টারমারের সঙ্গে বৈঠকে বসেন। মূলত ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগে লন্ডনে এই বৈঠক করলেন তারা। যুক্তরাষ্ট্র পাশে না থাকলেও ইউরোপ ও বৃটেন জেলেনস্কির পাশে থেকে পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছে।
ইউক্রেনে সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য দেশটির সঙ্গে ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ডের একটি ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছেন স্টারমার। রাশিয়ার জব্দ করা সম্পদের লভ্যাংশ থেকে এই ঋণ পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে শনিবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপ করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী।
রোববার লন্ডনে অনুষ্ঠেয় ইউরোপিয়ান নেতাদের নিয়ে এক শীর্ষ সম্মেলনের প্রতিনিধিত্ব করবেন স্টারমার। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে ইউরোপিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন নেতারা। এরপর বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন জেলেনস্কি। ওয়াশিংটনের সেই ঘটনাবলী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উদ্বেগের মধ্যেই লন্ডনে বৈঠকে বসছেন ইউরোপিয়ান নেতারা। শনিবার ডাইনিং স্ট্রিটে জেলেনস্কির সফরটি ছিল স্টারমারের জন্য একটি সুযোগ। ওয়াশিংটনে কিয়েভের প্রেসিডেন্টকে অপমান করার পর জেলেনস্কির প্রতি পূর্ণাঙ্গ সমর্থনের সুযোগটি হাতছাড়া করেননি তিনি।
জেলেনস্কির গাড়িবহর ডাউনিং স্ট্রিটে পৌঁছালে তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন এবং সেখানে স্টারমার তাকে আলিঙ্গন করেন এবং বৃটেনের প্রধানমন্ত্রীর সরকারি আবাসস্থলে প্রবেশের আগে তারা ছবি তোলেন। সেখানে স্টারমার প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেন, আপনাকে এখানে, এই ডাউনিং স্ট্রিটে অনেক অনেক স্বাগতম। তিনি আরও বলেন, যেমনটি আপনি বাইরে রাস্তায় উল্লাস ধ্বনি শুনছেন, গোটা বৃটেনজুড়ে আপনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং যতদিনই লাগুক আমরা আপনার সঙ্গে, ইউক্রেনের সঙ্গে আছি। জবাবে জেলেনস্কি বলেন: রাস্তায় আমি অনেক মানুষ দেখেছি এবং আমি আপনাকে এবং বৃটেনের জনগণকে ধন্যবাদ জানাতে চাই; তাদের ব্যাপক সমর্থনের জন্য।
No comments