ইমরান খানের পিটিআইয়ের ইউটার্ন
আদিয়ালা কারাগারের আদালত কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার গওহর। এর আগে তিনি এমন আলোচনার বিষয় উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেন, সেনাপ্রধানের কাছে পিটিআইয়ের সকল দাবি সরাসরি উত্থাপন করা হয়েছে। চলমান ইস্যু সমাধানে সেনাপ্রধানের সাথে সাক্ষাতের বিষয়টি ইতিবাচক। এদিকে ব্যারিস্টার গওহরের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি বলেছেন, অপর পক্ষকে আলোচনার টেবিলে আনার জন্য অনেকদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে তার দল। ধারণা করা হচ্ছে সেনাপ্রধান অসিম মুনিরের পেশোয়ার সফরের সময় এ আলোচনা অনুষ্ঠিত হয়। পেশোয়ারে শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। সেসময় তিনি বলেন, দেশ থাকলে তারপরই রাজনীতি। দেশই যদি না থাকে তাহলে আর কিছুই থাকলো না। এ বিষয়ে অবগত এমন সূত্র বলেছেন, সোমবার তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন পিটিআইয়ের দুই নেতা ব্যারিস্টার গহর ও খাইবার পখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্ধাপুর। তবে, বৈঠকের স্থান ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডির কোনোটিই ছিলো না। উল্লেখ্য, আগামী বৈঠকে একজন কেন্দ্রীয় মন্ত্রী ও দু’জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পিটিআই নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও এসব বৈঠকের ফলাফল নির্ভর করবে পিটিআইয়ের ভবিষ্যৎ নীতির ওপর। ২০২৩ সালের ৯ই মের দাঙ্গা পরিস্থিতি ও ২০২৪ সালের ২৬শে নভেম্বরের আন্দোলনের সুষ্ঠু তদন্তের জন্য প্রধান বিচারপতি বা তিনজন সিনিয়র বিচারকের সমন্বয়ে দুটি কমিশন গঠনের দাবি জানিয়েছে পিটিআই। সকল রাজবন্দিকে জামিন দিতে আদালতের নির্দেশ অথবা অভিযোগ সাময়িক স্থগিত এবং সাজা মওকুফের জন্য কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
No comments