'শাফেয়ী জামে মসজিদ': ইরানের একটি দৃষ্টিনন্দন সুন্নি মসজিদ
ইরানের
মোট জনসংখ্যার ৯০ ভাগ শিয়া এবং প্রায় ১০ ভাগ সুন্নি মুসলমান। সারা ইরানে
সুন্নি মুসলমানদের পরিচালিত বা তাদের নিজস্ব ১৫ হাজার মসজিদ রয়েছে যা শিয়া
মুসলমানদের মসজিদের সংখ্যার চেয়েও বেশি। বর্তমানে তেহরানে সুন্নি ভাইদের
নিয়ন্ত্রিত ৯টি মসজিদ সক্রিয় রয়েছে।
শাফেয়ী জামে মসজিদের অভ্যন্তরের দৃশ্য |
ইসলামী
বিধান অনুযায়ী মসজিদ হচ্ছে আল্লাহর ঘর যেখানে সব শ্রেণীর মুসলমানই প্রবেশ
করতে ও ইবাদত করতে পারেন। শিয়া মুসলমানরা সুন্নি-প্রধান এলাকার মসজিদেও
নামাজ আদায় ও ইবাদত করে থাকেন। অন্যদিকে সুন্নি মুসলমানরাও শিয়া প্রধান
এলাকার মসজিদে নামাজ আদায় ও ইবাদত করে থাকেন।
শাফেয়ী মসজিদের চমৎকার কারুকাজ |
ইরানের
পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে অবস্থিত দৃষ্টিনন্দন একটি মসজিদ হলো
'শাফেয়ী জামে মসজিদ'। তুর্কিদের মসজিদের ডিজাইনে ১৯৪৫ সালে এই মসজিদটি
নির্মাণ করা হয়েছে। এই মসজিদের বিশাল বিশাল মিনার পুরো শহরের সৌন্দর্য
ব্যাপক বৃদ্ধি করেছে। এটি একটি সুন্নি মসজিদ। মসজিদের এক প্রান্ত গিয়ে
মিশেছে কেরমানশাহ বাজারের সঙ্গে।
No comments