মহাকাশে সৌর প্যানেল পরিচালনার নয়া প্রযুক্তি পরীক্ষা করবে ইরান
ইরান
মহাকাশে সৌর প্যানেল পরিচালনা সংক্রান্ত নয়া প্রযুক্তির পরীক্ষা করবে।
নাহিদ-১ নামের ইরানি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপনের পর এ পরীক্ষা চালানো
হবে বলে জানিয়েছেন ইরানের যোগাযোগমন্ত্রী জাওয়াদ আজারি-জারোমি।
তিনি বলেন, মহাকাশে নিজ কাজ করার সময় নাহিদ ১ তার সোলার প্যানেলকে খুলে ধরবে। এটি মহকাশে অবস্থান করবে এবং ঘূর্ণায়মান এ প্যানেলকে নিয়ন্ত্রণ করবে। নাহিদ ১’র এ তৎপরতাকে ইরানের জন্য বড় ধরণের সাফল্য হিসেবে গণ্য করা হবে।
তিনি বলেন, মহাকাশে নিজ কাজ করার সময় নাহিদ ১ তার সোলার প্যানেলকে খুলে ধরবে। এটি মহকাশে অবস্থান করবে এবং ঘূর্ণায়মান এ প্যানেলকে নিয়ন্ত্রণ করবে। নাহিদ ১’র এ তৎপরতাকে ইরানের জন্য বড় ধরণের সাফল্য হিসেবে গণ্য করা হবে।
ইরানি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি চলছে |
ভূ-পৃষ্ট থেকে আড়াইশ’ কিলোমিটার ওপরের কক্ষপথে পরিক্রমা করবে নাহিদ ১। এটি মহাকাশে সর্বোচ্চ আড়াই বছর অবস্থান করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বহুল প্রতীক্ষিত উৎক্ষেপণের জন্য নাহিদ ১কে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। অদূর ভবিষ্যতে এটি হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বহুল প্রতীক্ষিত উৎক্ষেপণের জন্য নাহিদ ১কে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। অদূর ভবিষ্যতে এটি হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
উপগ্রহ নিয়ে চলেছে ইরানি রকেট - ফাইল ছবি |
No comments