স্রেব্রেনিচা গণহত্যা ইউরোপের চোখের সামনেই ঘটেছে : এরদোগান
তুরস্কের
প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইউরোপের চোখের সামনেই ঘটেছিল
সেব্রেনিচা গণহত্যা। তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের অবশ্যই শাস্তির
আওতায় আনতে হবে।
গত বুধবার স্রেব্রেনিচা গণহত্যার ২৪তম বার্ষিকী পালন করেছে বসনিয়া-হারজেগোভিনার কয়েক হাজার শোকাহত পরিবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সংঘটিতে এটাই সবচেয়ে ঘৃণ্য গণহত্যা। বৃহস্পতিবার নিহতদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন শোকাহত পরিবারগুলো।
এরদোগান বলেন, ১৯৯৫ সালে স্রেব্রেনিকা গণহত্যার কথা ইতিহাস কখনো ভুলে যাবে না। তিনি বলেন, ইউরোপের চোখের সামনে তখনকার সেই গণহত্যার ঘটনা ঘটেছিল। এতে আট হাজার ৩৭২ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। কাজেই ইতিহাস কখনো তা ভুলবে না।
১৯৯৫ সালে সার্ব বাহিনী আট হাজার নিষ্পাপ বসনীয় মুসলমানকে নির্বিচারে হত্যা করেছিল তখন। গত ১১ থেকে ২২ জুলাইয়ের মধ্য নিহতদের মধ্যে নতুন ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে।
এখনো হাজারখানেক বসনীয় মুসলমানের কোনো খোঁজ মেলেনি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বসনীয়দের প্রতি শোকবার্তা দিয়ে মুসলিম বিশ্বের এই জনপ্রিয় নেতা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
গত বুধবার স্রেব্রেনিচা গণহত্যার ২৪তম বার্ষিকী পালন করেছে বসনিয়া-হারজেগোভিনার কয়েক হাজার শোকাহত পরিবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সংঘটিতে এটাই সবচেয়ে ঘৃণ্য গণহত্যা। বৃহস্পতিবার নিহতদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন শোকাহত পরিবারগুলো।
এরদোগান বলেন, ১৯৯৫ সালে স্রেব্রেনিকা গণহত্যার কথা ইতিহাস কখনো ভুলে যাবে না। তিনি বলেন, ইউরোপের চোখের সামনে তখনকার সেই গণহত্যার ঘটনা ঘটেছিল। এতে আট হাজার ৩৭২ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। কাজেই ইতিহাস কখনো তা ভুলবে না।
১৯৯৫ সালে সার্ব বাহিনী আট হাজার নিষ্পাপ বসনীয় মুসলমানকে নির্বিচারে হত্যা করেছিল তখন। গত ১১ থেকে ২২ জুলাইয়ের মধ্য নিহতদের মধ্যে নতুন ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে।
এখনো হাজারখানেক বসনীয় মুসলমানের কোনো খোঁজ মেলেনি বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বসনীয়দের প্রতি শোকবার্তা দিয়ে মুসলিম বিশ্বের এই জনপ্রিয় নেতা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
No comments