গাজায় ২৫ ফিলিস্তিনি শহীদ; তড়িৎ পদক্ষেপ নিতে ইরানের তাগিদ
গাজায়
ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান হামলা বন্ধে তড়িৎ পদক্ষেপ
নিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি
প্রজাতন্ত্র ইরান। ইসরাইলের তিন দিনের হামলায় ১২ বছরের একটি শিশু এবং দুই
জন অন্তসত্ত্বা নারীসহ ২৫ ফিলিস্তিনি শহীদ ও ১৫০ জন আহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (রোববার) অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান ও কামান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, গাজার নিরস্ত্র মানুষের ওপর নির্মম ও বর্বরোচিত হামলা চালাচ্ছে দখলদার শক্তি। এই হামলা বন্ধে তড়িৎ পদক্ষেপ নিতে হবে।
এ সময় তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ন্যায়সঙ্গত সংগ্রাম ও প্রতিরোধ অব্যাহত রাখায় ফিলিস্তিনিদের প্রশংসা করেন। মুসাভি বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের মোকাবেলায় আত্মরক্ষার অধিকার ফিলিস্তিনিদেরও রয়েছে।
তিনি বলেন, ইসরাইলের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থন এবং কোনো কোনো মুসলিম দেশের নির্লজ্জ নীরবতার কারণে দখলদাররা অব্যাহতভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে।
ফিলিস্তিনিরা দখলদারদের হামলার জবাবে এ পর্যন্ত ইসরাইলে কয়েকশ' রকেট ছুড়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (রোববার) অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান ও কামান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, গাজার নিরস্ত্র মানুষের ওপর নির্মম ও বর্বরোচিত হামলা চালাচ্ছে দখলদার শক্তি। এই হামলা বন্ধে তড়িৎ পদক্ষেপ নিতে হবে।
এ সময় তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ন্যায়সঙ্গত সংগ্রাম ও প্রতিরোধ অব্যাহত রাখায় ফিলিস্তিনিদের প্রশংসা করেন। মুসাভি বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের মোকাবেলায় আত্মরক্ষার অধিকার ফিলিস্তিনিদেরও রয়েছে।
তিনি বলেন, ইসরাইলের প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থন এবং কোনো কোনো মুসলিম দেশের নির্লজ্জ নীরবতার কারণে দখলদাররা অব্যাহতভাবে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে।
ফিলিস্তিনিরা দখলদারদের হামলার জবাবে এ পর্যন্ত ইসরাইলে কয়েকশ' রকেট ছুড়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
No comments