শিশুদের পার্ক ও মেলায় উপচেপড়া ভিড়
ঈদকে ঘিরে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো এখন পরিণত হয়েছে জনসমুদ্রে!
বিভিন্ন বয়সী মানুষ বিশেষ করে শিশু-কিশোরদের পদচারণায় মুখর এসব স্থান।
শাহবাগের শিশু পার্ক ও শ্যামলীর শিশু মেলায় ভিড় লক্ষ করা গেছে বেশি। রবিবার
(১৭ জুন) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, পার্কগুলোতে তিলধারণের জায়গা নেই।
প্রতিটি রাইডের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষারত শিশুসহ তাদের পরিবার।
শাহবাগের শিশু পার্কের প্রবেশমুখে যেমন দীর্ঘ লাইন, তেমনই টিকিট
কাউন্টারেও প্রচুর ভিড়। গরম আর রোদ উপেক্ষা করেই সেখানে আসছেন
আবাল-বৃদ্ধ-বণিতা। মিরপুর থেকে আসা হাবিবুল্লাহ খানের মন্তব্য, ‘ঢাকায় তো
শিশুদের নিয়ে বেড়াতে যাওয়ার জায়গার অভাব। তাই ছুটির দিনে বাচ্চাকে এখানে
নিয়ে আসি বেড়াতে।’
মিরপুরের
এই বাসিন্দা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুরা রাইড পছন্দ করে। তাদের জন্য
এমন সুযোগ তো শহরে খুব কম জায়গায় আছে। খরচও কম। বাচ্চারা এখানে এসে মন ভরে
খেলাধুলা করতে পারে। তাদের দেখে আমরাও শৈশবে ফিরে যাই।’
একটি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজিম আহমেদ মনে করেন, ‘শিশুদের মানসিক
বিকাশের জন্য খেলাধুলা করার সুযোগ থাকা উচিত। ঢাকায় খেলার মাঠের অনেক অভাব।
তাই শিশু পার্ক ও শিশু মেলার মতো জায়গা আরও দরকার।’
এদিকে
শিশু পার্কের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদকে ঘিরে
সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ঈদ উপলক্ষে সকাল ১০টা থেকে রাত ৮টা
পর্যন্ত জন্য উন্মুক্ত থাকবে এই স্থান। প্রতি বছরের মতো এবারও নিরাপত্তা
ব্যবস্থার কমতি নেই সেখানে। এবার নতুনভাবে যুক্ত করা হয়েছে ৪০টি সিসি
ক্যামেরা। ফলে পুরো পার্ক সিসি ক্যামেরার আওতায় না এলেও বেশিরভাগ জায়গাই
পর্যবেক্ষণ করা যায়।
ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্র জানিয়েছে, দর্শনার্থীদের কথা ভেবে
শিশু পার্কের সব কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের পর ছয়দিনই
বিশেষ ব্যবস্থায় দর্শনার্থীদের জন্য চালু থাকবে এই পার্ক। এর প্রবেশ মূল্য
১৫ টাকা। রাইডগুলোর টিকিটের দাম ১০ থেকে ১৫ টাকার মধ্যে রাখা হচ্ছে।
বিস্তারিত জানতে পার্কের দায়িত্বে থাকা ডিএসসিসি’র উপ-সহকারী প্রকৌশলী মো.
জাকিরের হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে
শ্যামলীর শিশু মেলায়ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।
শিশু-কিশোরদের পদচারণায় মুখর এখন শিশু মেলা। বিভিন্ন রাইডে চড়ার সুবাদে
তাদের ঈদ আনন্দ বেড়ে গেছে কয়েকগুণ। শিশু মেলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে
জানা যায়, ঈদ উপলক্ষে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে মেলার
ফটক। সাধারণত রাত ৯টায় বন্ধ হয়ে যায় এই স্থান।
No comments