কাতারে জাল আকামায় কপাল পুড়লো কামালের by আমিনুল ইসলাম লিটন
দিনমজুর
ও নিজের অল্প জমিতে খেটেখুটে বেশ ভালোই চলছিলো হতদরিদ্র কামালের। এরপর নিজ
গ্রামের আব্দুল গনি বিশ্বাস ও তার ভগ্নিপতি রুহুল আমিন রুলুর প্রলোভনে পড়ে
বিদেশে পাড়ি জমান কামাল। সেখানে ১০ মাস কোনো কাজ পাননি। এক পর্যায়ে জাল
আকামা লাগিয়ে দেন রুহুল আমিন রুলু। ধরা পড়ে বহিষ্কার হন কাতার থেকে।
বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজের ভাগ্য ফেরানোর স্বপ্ন চুরমার হয়ে যায়
কামালের। এখন বিদেশে নিয়ে প্রতারণা ও টাকা উদ্ধারের আশায় বিভিন্ন স্থানে
ঘুরছেন কামাল হোসেন। কামাল হোসেন মহেশপুর উপজেলার ঘুগরি গ্রামের মৃত শফিকুল
ইসলামের ছেলে। লিখিত অভিযোগে তিনি জানান, আমি মাঠে কৃষিকাজ করে জীবিকা
নির্বাহ করতাম। ঘুগরি গ্রামের নবিছুদ্দিন বিশ্বাসের ছেলে আব্দুল গনি
বিশ্বাস তাকে বিদেশে নিয়ে যেতে প্রলুব্ধ করেন। কাতারে ভালো চাকরি ও উচ্চ
বেতনে কাজ করার লোভ দেখায় আব্দুল গনি বিশ্বাস ও তার ভগ্নিপতি রুহুল আমিন
রুলু। দক্ষ না হলেও ২০১৭ সালের ১লা মার্চ টেকনিশিয়ান ভিসায় তাকে কাতারে
নিয়ে যান রুহুল আমিন। এর আগেই তার শ্যালক আব্দুল গনির মাধ্যমে পরিশোধ করা
হয় সাড়ে ৫ লাখ টাকা। আরব আমিরাতের জি-৯৮৫৭ নং ফ্লাইটে কাতারে পৌঁছালে
বিমানবন্দর থেকে কামালকে নিয়ে যান রুহুল আমিন। কামাল অভিযোগ করেন, সেখানে
আমাকে প্রায় ১০ মাস কোনো কাজ দিতে পারেনি রুহুল আমিন। উপরন্তু সে আমাকে জাল
আকামা লাগিয়ে দেয়। বিদেশে আমার ওপর দুঃসহ নির্যাতন নেমে আসে। কাজ নেই।
খাওয়া নেই। বাধ্য হয়ে আমি বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করে দিন কাটাতে
থাকি। জাল আকামা দেখে তারা আমাকে ওই দেশ থেকে বহিষ্কার করে। প্রতারণার
মাধ্যমে বিদেশে নিয়ে গিয়ে আদম ব্যাপারী রুহুল আমিন রুলু শেষ পর্যন্ত আমাকে
কোনো পাত্তায় দিতো না। উপায় না পেয়ে আশ্রয় গ্রহণ করি আমার এলাকার এক ভাই
ঘুগরি গ্রামের রসুল বিশ্বাসের ছেলে মফিজ উদ্দিনের কাছে। তিনিও কাতার থাকেন।
২০১৮ সালের ৮ই জানুয়ারি মফিজ ভাইয়ের সহায়তায় আমি দেশে ফিরে আসি। দেশে
ফিরে আমি প্রতারণা, জাল আকামা ও দক্ষ না হলেও টেকনিশিয়ান ভিসা পাঠিয়ে
বিদেশে নিয়ে ক্ষতিগ্রস্ত করার প্রতিকার ও সমুদয় টাকা ফেরতের দাবি জানাতে
থাকি গনি বিশ্বাসের কাছে। তিনি আমাকে টাকা ফেরতের আশ্বাসও দেন। এরপর থেকেই
আমি ঘুরতে থাকি তার পেছনে। এখন গনি বিশ্বাস টাকা ফেরত তো দূরের কথা,
উল্টাপাল্টা হুমকি দিচ্ছে। কামাল আরো জানান, তিনি সুবিচার চেয়ে পান্তাপাড়া
ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ করবেন। বিষয়টি নিয়ে মহেশপুরের
পান্তাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার রফিউদ্দিন খবরের সত্যতা স্বীকার
করে জানান, টাকা উদ্ধারে সামাজিক ভাবে অনেক বার বসা হয়েছে। কিন্তু আব্দুল
গনি বিশ্বাস ও তার ভগ্নিপতি রুহুল আমিন রুলু টাকা ফেরত দেয়ার নামে তাকে
ঘুরাচ্ছে।
No comments