সিরিয়ায় সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের ছবি প্রকাশ
এর মধ্যে পিকেকে সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে তুর্কি বাহিনীকে মোকাবেলার জন্য সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এত দিন যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করলেও ছবি প্রকাশের পর এখনো দেশটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরবরাহকৃত অস্ত্রের মধ্যে রয়েছে আধুনিক স্নাইপার গান। এটি ৪ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এছাড়া এটি-৫ স্প্যান্ডার ও অ্যাডভান্সড এন্টি-ট্রাংক মিসাইল রয়েছে। এসব অস্ত্র কিভাবে চালাতে হয় তা-ও পিকেকে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিচ্ছে বলে খবরে দাবি করা হয়। শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আফ্রিন অঞ্চলে সেনাবহর পাঠান। সেনাবাহিনী সেখানে পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
No comments