কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ!
আসন্ন
শীতকালীন অলিম্পিকের আগে কোরিয়া উপদ্বীপে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে
যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে নতুন এ এলাকায়
নতুন করে বিমান ও উভচর জান নিযুক্ত করতে এ যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। খবর
ডেইলি সাবাহার। তবে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানো দক্ষিণ কোরিয়ার সঙ্গে
নিয়মিত সামরিক প্রশিক্ষণ ও উন্নয়নের অংশ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আয়োজিত বড়সড় সামরিক মহড়া আসন্ন
অলিম্পিকের কারণে বাতিল করার পর নতুন এ জাহাজ মোতায়েন সন্দেহের চোখে দেখা
হচ্ছে। এদিকে দুই কোরিয়ার মধ্যে শুরু হওয়া সংলাপ সোমবার দ্বিতীয় দিনের মতো
অব্যাহত রয়েছে। সংলাপের মধ্যে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর মাধ্যমে সংলাপে
চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা।
No comments