সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭০৫৯ জন কর্মচারী নিয়মিত হওয়ার দাবিতে মানববন্ধন
১২ নভেম্বর ২০১৭ইং চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে সারাদেশের প্রতিটি অঞ্চলের ন্যায় অধিদপ্তরের ৭০৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারী নিয়মিত হওয়াসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র আচার্য্যরে সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি অশোক কুমার চক্রবর্ত্তী, নুরুল হক, মুহাম্মদ ইসমাইল, আঞ্চলিক সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ, সদস্য আবু তাহের, আব্দুল মান্নান-২, মোঃ বেলায়েত হোসেন, বিশ্বজিৎ বড়–য়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা বিগত ৩০/৩৫ বছর যাবৎ অবহেলিত ৭০৫৯জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিত সংস্থাপনে অধিপ্তরে আত্মীয়করণ না করায় দুঃখ প্রকাশ করেন। অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৭৮৩৬, তৎমধ্যে প্রায় ৭০০০টি পদ দীর্ঘদিন যাবৎ শুন্য রয়েছে। ৭০৫৯জন ওয়ার্কচার্জড কর্মজচারীকে নিয়মিত সংস্থাপনে আনয়নের জন্য বিধি শিথিলপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ৩১/১২/১৪ইং তারিখে সড়ক ভবন ঢাকাস্থ সমাবেশে জনপ্রশাসন কর্তৃক বাছাইকৃত ২৬৬৭জনকে নিয়মিত করার ঘোষণা রয়েছে। এতদ্স্বত্বেও কর্মচারীরা নিয়মিত হতে না পেরে মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোটের শরণাপন্ন হলে কর্মচারীদের পক্ষে রায় আসে। সুতরাং বক্তব্যে বলেন, দ্রুততম সময়ের মধ্যে ২৬৬৭জনকে নিয়মিত বাকী ৪৩৯২জনকে কনভার্টেড নিয়মিত না করলে কেন্দ্রীয় সংসদের ঘোষণা অনুযায়ী চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হবে। ১৯ থেকে ২৩ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতী পালন করা হবে। ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চল চল ঢাকা চল কর্মসূচি রয়েছে। ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার/ প্রেসক্লাব/ প্রধান প্রকৌশলী দপ্তরে কাফনের কাপড় মাথায় নিয়ে অবস্থান নেয়া হবে।
বক্তারা বিগত ৩০/৩৫ বছর যাবৎ অবহেলিত ৭০৫৯জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিত সংস্থাপনে অধিপ্তরে আত্মীয়করণ না করায় দুঃখ প্রকাশ করেন। অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত মঞ্জুরীকৃত পদের সংখ্যা ৭৮৩৬, তৎমধ্যে প্রায় ৭০০০টি পদ দীর্ঘদিন যাবৎ শুন্য রয়েছে। ৭০৫৯জন ওয়ার্কচার্জড কর্মজচারীকে নিয়মিত সংস্থাপনে আনয়নের জন্য বিধি শিথিলপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ৩১/১২/১৪ইং তারিখে সড়ক ভবন ঢাকাস্থ সমাবেশে জনপ্রশাসন কর্তৃক বাছাইকৃত ২৬৬৭জনকে নিয়মিত করার ঘোষণা রয়েছে। এতদ্স্বত্বেও কর্মচারীরা নিয়মিত হতে না পেরে মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোটের শরণাপন্ন হলে কর্মচারীদের পক্ষে রায় আসে। সুতরাং বক্তব্যে বলেন, দ্রুততম সময়ের মধ্যে ২৬৬৭জনকে নিয়মিত বাকী ৪৩৯২জনকে কনভার্টেড নিয়মিত না করলে কেন্দ্রীয় সংসদের ঘোষণা অনুযায়ী চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হবে। ১৯ থেকে ২৩ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতী পালন করা হবে। ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চল চল ঢাকা চল কর্মসূচি রয়েছে। ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার/ প্রেসক্লাব/ প্রধান প্রকৌশলী দপ্তরে কাফনের কাপড় মাথায় নিয়ে অবস্থান নেয়া হবে।
No comments