হিথ্রো বিমানবন্দর অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা
লন্ডনের হিথ্রো বিমানবন্দরের রাস্তায় বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। ফলে হিথ্রো ও নটিংহামসংলগ্ন এলাকার এম-৪ মোটর ওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে অনেকেই তাদের ফ্লাইটও মিস করেছেন বলে জানা গেছে। ২০১১ সালে পুলিশের গুলিতে নিহত লন্ডনের কৃষ্ণাঙ্গ ট্রাকচালক মার্ক দোগানের মৃত্যুর পঞ্চম বার্ষিকী স্মরণে এ বিক্ষোভ করছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের একটি সংগঠন। বিবিসির খবরে বলা হয়, ট্রলিচালিত মাল বহনকারী গাড়িও ওই এলাকা দিয়ে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এ বিমানবন্দরে প্রবেশ করতে দিচ্ছেন না বিক্ষোভকারীরা।
‘দিস ইজ আ ক্রাইসিস’ লিখিত একটি কালো ব্যানার টানিয়ে রেখেছেন তারা। বিমানবন্দরের রাজপথে শুয়ে বিক্ষোভ করেছেন এসব বিক্ষোভকারী। আটকে দিয়েছেন সব ধরনের গাড়ি চলাচল। লন্ডনজুড়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ার প্রতিবাদ হিসেবে হিথ্রো বিমানবন্দরে বিক্ষোভ জোরালো করছেন বলে জানান ব্ল্যাক লাইভস ম্যাটারের মুখপাত্র ওয়ালি কাসিম। এ ছাড়া ম্যানচেস্টারেও জোর প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ সময় চারজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
No comments