তিশা থেকে লাবণ্য হয়ে উঠেছিলাম
*রবীন্দ্রনাথের গল্পের নাটকে অভিনয় করার অভিজ্ঞতা কেমন?
**সব অভিনয় শিল্পীরই রবি ঠাকুরের গল্পে কাজ করার স্বপ্ন থাকে। কারণ তার রচিত গল্পের নাটকে অভিনয় করার ব্যাপক জায়গা থাকে। এছাড়াও তার নাটকে অভিনয় করলে তাকেও অনুভব করার সুযোগ হয়। রবীন্দ্রনাথ আসলে কী ছিলেন, তার চিন্তা-চেতনা কেমন ছিল সেটা গভীরভাবে উপলব্ধি করা যায়।
*রবীন্দ্রনাথের কী কী গল্পের চরিত্রে অভিনয় করেছেন?
**আমি তার হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছি মাত্র। এরমধ্যে ‘রক্তকরবী’র নন্দিনী, ‘একরাত্রি’র সুরবালা, ‘শেষের কবিতা’র লাবণ্য আর ‘কৃঞ্চকলি’ কবিতার কৃঞ্চকলির পর ‘রবিবার’ নাটকের বিভা চরিত্রগুলোতে অভিনয় করেছি।
*এ চরিত্রগুলোর মধ্যে কোন চরিত্রটি সবচেয়ে ভালো লাগার?
**রবি ঠাকুরের সব গল্পই আমার কাছে ভালো লাগার। তাই প্রতিটি গল্পের চরিত্রই আমাদের কাছে অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে। তবে সব ভালো লাগার মধ্যেও শেষের কবিতার লাবণ্য চরিত্রটির কারণে তিশাকে হারিয়ে নিজেই লাবণ্য হয়ে উঠেছিলাম। য় অনিন্দ্য মামুন
**সব অভিনয় শিল্পীরই রবি ঠাকুরের গল্পে কাজ করার স্বপ্ন থাকে। কারণ তার রচিত গল্পের নাটকে অভিনয় করার ব্যাপক জায়গা থাকে। এছাড়াও তার নাটকে অভিনয় করলে তাকেও অনুভব করার সুযোগ হয়। রবীন্দ্রনাথ আসলে কী ছিলেন, তার চিন্তা-চেতনা কেমন ছিল সেটা গভীরভাবে উপলব্ধি করা যায়।
*রবীন্দ্রনাথের কী কী গল্পের চরিত্রে অভিনয় করেছেন?
**আমি তার হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেছি মাত্র। এরমধ্যে ‘রক্তকরবী’র নন্দিনী, ‘একরাত্রি’র সুরবালা, ‘শেষের কবিতা’র লাবণ্য আর ‘কৃঞ্চকলি’ কবিতার কৃঞ্চকলির পর ‘রবিবার’ নাটকের বিভা চরিত্রগুলোতে অভিনয় করেছি।
*এ চরিত্রগুলোর মধ্যে কোন চরিত্রটি সবচেয়ে ভালো লাগার?
**রবি ঠাকুরের সব গল্পই আমার কাছে ভালো লাগার। তাই প্রতিটি গল্পের চরিত্রই আমাদের কাছে অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে। তবে সব ভালো লাগার মধ্যেও শেষের কবিতার লাবণ্য চরিত্রটির কারণে তিশাকে হারিয়ে নিজেই লাবণ্য হয়ে উঠেছিলাম। য় অনিন্দ্য মামুন
No comments