অন্ধকারে ব্রাজিল আলোয় আর্জেন্টিনা
আবারও গোলহীন নেইমার, আবারও হোঁচট! আবারও দুয়ো। টানা দ্বিতীয় ম্যাচেও জয় পেল না অলিম্পিক ফুটবলে অধরা সোনা জয়ের মিশনে নামা ব্রাজিল। দক্ষিণ আফ্রিকার পর এবার ইরাকের সঙ্গে গোলশূন্য করেছে স্বাগতিকরা। বিশ্বকাপ ও কোপা আমেরিকার হতাশা কাটার আগেই নতুন দুঃস্বপ্নের হানা সেলেকাও শিবিরে। টানা দুই ড্রয়ে ঘরের মাঠের অলিম্পিকে গ্র“পপর্ব থেকেই বিদায়ের শংকায় ব্রাজিল। এখন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে শেষ ম্যাচে গ্র“পের শীর্ষে থাকা ডেনমার্কের বিপক্ষে জিততেই হবে নেইমারদের। রোববার ব্রাজিলের আরেকটি হতাশার রাতে আলোয় ফিরেছে আর্জেন্টিনা। পর্তুগালের কাছে হেরে অলিম্পিক অভিযান শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে বাঁচিয়ে রেখেছে শেষ আটের আশা। একই দিন টানা দ্বিতীয় জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে চলে গেছে পর্তুগাল ও নাইজেরিয়া। ১৯৭২ সালের পর এই প্রথম অলিম্পিকের প্রথম দুুই ম্যাচে গোল করতে ব্যর্থ হল ব্রাজিল। আবারও দুয়ো শুনে মাঠ ছাড়তে হল নেইমারদের। আক্রমণভাগের নিষ্প্রভতাই মূলত ভোগাচ্ছে ব্রাজিলকে। ইরাকের গোলে ১৮টি শট নিয়েও লক্ষ্যভেদ করতে পারেনি সেলেকাওরা। ভাগ্য সহায় হলে এই ম্যাচে জিতে যেতে পারত ইরাক! প্রথমার্ধে আবদুল রাহিমের হেড ব্রাজিলের পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। বিরতির ঠিক আগে ব্রাজিলের রেনাতো অগুস্তাও পোস্ট দুর্ভাগ্যে গোলবঞ্চিত হন। দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের দুর্ভাগ্যের ছবিটা বদলায়নি।
ম্যাচ শেষে ক্ষুব্ধ সমর্থকদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন ব্রাজিল কোচ রোজেরিও মিশেল, ‘দলকে সমর্থন জানাতে মাঠে আসা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চাচ্ছি আমরা। নিজেদের খেলাটা খেলতে পারিনি আমরা।’ একইদিন দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে এ-গ্রুপের শীর্ষে উঠে এসেছে ডেনমার্ক। শেষ ম্যাচে এই ডেনমার্ককেই হারাতে হবে ব্রাজিলকে। ডি-গ্রুপ থেকে শেষ আটের টিকিট কাটতে হন্ডুরাসের বিপক্ষে শেষ ম্যাচে আর্জেন্টিনার সামনেও জয়ের কোনো বিকল্প নেই। তবে দ্বিতীয় ম্যাচে আলজেরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের রসদ পেয়ে গেছে দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়নরা। জয়টা অবশ্য সহজে ধরা দেয়নি মেসির উত্তরসূরিদের হাতে। প্রথমার্ধের ইনজুরি টাইমে অধিনায়ক ভিক্টর কুয়েস্তা দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। তবে সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যাঞ্জেল কোরেয়া। ৬৪ মিনিটে আলজেরিয়াকে সমতায় ফেরান সোফিয়ানে বেনডেবকা। কিন্তু মিনিটতিনেক পরেই আলজেরিয়াও পরিণত হয় ১০ জনের দলে। এই সুযোগে ৭০ মিনিটে কোরেয়ার পাস থেকে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক দ্বিতীয় গোলটি করেন জোনাথন কায়েরি। ডি-গ্র“পের অন্য ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে পর্তুগাল জিতেছে ২-১ গোলে। সি-গ্র“পে শুরুতে পিছিয়ে পড়েও ফিজিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো। দ্বিতীয়ার্ধে একাই চার গোল করেন পুতিয়েরেজ। এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি। এএফপি।
একনজরে ফল
গ্রুপ-এ
ব্রাজিল ০ : ০ ইরাক
ডেনমার্ক ১ : ০ দক্ষিণ আফ্রিকা
গ্রুপ-বি
নাইজেরিয়া ১ : ০ সুইডেন
জাপান ২ : ২ কলম্বিয়া
গ্রুপ-সি
মেক্সিকো ৫ : ১ ফিজি
জার্মানি ৩ : ৩ দক্ষিণ কোরিয়া
গ্রুপ-ডি
আর্জেন্টিনা ২ : ১ আলজেরিয়া
পর্তুগাল ২ : ১ হন্ডুরাস
একনজরে ফল
গ্রুপ-এ
ব্রাজিল ০ : ০ ইরাক
ডেনমার্ক ১ : ০ দক্ষিণ আফ্রিকা
গ্রুপ-বি
নাইজেরিয়া ১ : ০ সুইডেন
জাপান ২ : ২ কলম্বিয়া
গ্রুপ-সি
মেক্সিকো ৫ : ১ ফিজি
জার্মানি ৩ : ৩ দক্ষিণ কোরিয়া
গ্রুপ-ডি
আর্জেন্টিনা ২ : ১ আলজেরিয়া
পর্তুগাল ২ : ১ হন্ডুরাস
No comments