সৌদিতে ১০ হাজার ভারতীয় অভুক্ত
গত তিন দিনে সৌদি আরবের জেদ্দা শহরে প্রায় ১০ হাজার ভারতীয় কাজ হারিয়ে অসহায় দিনযাপন শুরু করেছেন। আপাতত অভুক্ত ও কর্মহীন ভারতীয়দের খাবার দেয়ার ব্যবস্থা করছে সৌদির ভারতীয় দূতাবাস। এনডিটিভি জানায়, ভারত সরকারের পক্ষ থেকে আরবের কর্মহীন ভারতীয়দের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানিয়েছেন, প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক কাজ খুইয়ে প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে দিনযাপন করছেন। তাদের জন্য সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সম্পূর্ণ পরিস্থিতির ওপরই তিনি কড়া নজর রাখছেন। সুষমা স্বরাজ তার টুইট বার্তায় আরও জানান, সৌদি আরবে গত তিন দিনে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক কর্মচ্যুত হয়ে চরম দারিদ্র্যের সম্মুখীন হয়েছে জানিয়ে এক ব্যক্তি তাকে টুইট করে এ বিষয়ে হস্তক্ষেপ করতে বলেন। এর পরেই তিনি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শুরু করেছেন। সুষমা আরও বলেন, ‘সৌদি আরব এবং কুয়েতে কাজের জন্য যাওয়া বহু ভারতীয় কাজ হারিয়েছেন।
সেখানে বিভিন্ন কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। কর্মীদের প্রাপ্য মাইনেও দেয়া হয়নি। সব মিলিয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন তারা।’ এনডিটিভি আরও জানায়, কর্মসূত্রে বহু ভারতীয়ই সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু হঠাৎ করে নিজের দেশ থেকে বহু দূরে বসে কাজ খোয়ানোতে প্রচণ্ড অর্থাভাবের মধ্যে পড়েছেন তারা। এই খবর এ দেশে পৌঁছানোর পর সৌদি আরবে গিয়ে এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ভারতের পররাষ্ট্রপ্রতিমন্ত্রী ভিকে সিংহ। ২০১৩ সালের মে মাস নাগাদ সৌদি আরব প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, সে দেশের কর্মসংস্কৃতি ফেরাতে বিদেশী কর্মী নিয়োগে বড় রকমের রদবদল করা হবে। সৌদি আরবের নাগরিকদের জন্য কাজের ব্যবস্থা করতে না পেরে সে দেশে কর্মরত ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছিল রিয়াদ। এ জন্য বিভিন্ন কোম্পানিতে বেআইনিভাবে নিযুক্ত বিদেশী কর্মীদের দেশ ত্যাগের নোটিসও ধরিয়ে দেয়া হয়েছিল।
No comments