আফগানিস্তানে দ্বিতীয় দফার ভোট ৭ নভেম্বর
আগামী ৭ নভেম্বর আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে। বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রথম দফার নির্বাচনে ৪৯.৬৭ শতাংশ ভোট পেয়েছেন। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ এড়ানোর জন্য শতকরা ৫০ ভাগ ভোটের প্রয়োজন ছিল। গতকাল মঙ্গলবার ভোট গ্রহণের নতুন এই তারিখ ঘোষণা করা হলো।
আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে, দ্বিতীয় দফার নির্বাচন এড়ানোর জন্য প্রয়োজনীয় শতকরা ৫০ ভাগ ভোট পেতে ব্যর্থ হয়েছেন হামিদ কারজাই।
প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি দ্বিতীয় দফার নির্বাচনে লড়বেন। দ্বিতীয় দফার নির্বাচনকে গণতন্ত্রের পথে এক ধাপ অগ্রগতি হিসাবেও বর্ণনা করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বৈধ ও সাংবিধানিক, যা গণতন্ত্রের পথে আমাদের যাত্রাকে শক্তিশালী করবে।’
দ্বিতীয় দফার নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন হামিদ কারজাই।
একজন নির্বাচনী কর্মকর্তা নিশ্চিত করেছেন, চূড়ান্ত ভোট গণনার পর দেখা গেছে প্রেসিডেন্ট হামিদ কারজাই পেয়েছেন শতকরা ৪৯.৬৭ ভাগ ভোট।
এর আগে গত সোমবার আফগানিস্তানে নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত জাতিসংঘ সমর্থিত প্যানেল জানিয়েছে, গত আগস্টে অনুষ্ঠিত প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে হামিদ কারজাই যথেষ্ট পরিমাণ ভোট পাননি।
গত আগস্টে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও কারজাইয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ প্রথম থেকেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করছিলেন। তবে গত মাসে ঘোষিত নির্বাচনী ফলাফলে দেখানো হয়, হামিদ কারজাই ৫৫ ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে, দ্বিতীয় দফার নির্বাচন এড়ানোর জন্য প্রয়োজনীয় শতকরা ৫০ ভাগ ভোট পেতে ব্যর্থ হয়েছেন হামিদ কারজাই।
প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি দ্বিতীয় দফার নির্বাচনে লড়বেন। দ্বিতীয় দফার নির্বাচনকে গণতন্ত্রের পথে এক ধাপ অগ্রগতি হিসাবেও বর্ণনা করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বৈধ ও সাংবিধানিক, যা গণতন্ত্রের পথে আমাদের যাত্রাকে শক্তিশালী করবে।’
দ্বিতীয় দফার নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন হামিদ কারজাই।
একজন নির্বাচনী কর্মকর্তা নিশ্চিত করেছেন, চূড়ান্ত ভোট গণনার পর দেখা গেছে প্রেসিডেন্ট হামিদ কারজাই পেয়েছেন শতকরা ৪৯.৬৭ ভাগ ভোট।
এর আগে গত সোমবার আফগানিস্তানে নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত জাতিসংঘ সমর্থিত প্যানেল জানিয়েছে, গত আগস্টে অনুষ্ঠিত প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে হামিদ কারজাই যথেষ্ট পরিমাণ ভোট পাননি।
গত আগস্টে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলেও কারজাইয়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ প্রথম থেকেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করছিলেন। তবে গত মাসে ঘোষিত নির্বাচনী ফলাফলে দেখানো হয়, হামিদ কারজাই ৫৫ ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
No comments