আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পুলিশের হামলা
জেরুজালেমের
আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পুলিশ হামলা চালিয়েছে। আজ
রোববার এ ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ জোর করে মসজিদে প্রবেশ করলে ফিলিস্তিনি
যুবকদের সাথে সংঘর্ষ বাধে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা এ
খবর জানিয়েছে। ইহুদী নববর্ষ 'রোস হাসানা' শুরুর প্রাক্কালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা
জানায়, ইসরাইলি পুলিশ মসজিদে প্রবেশ করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে
ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে মসজিদ চত্বরেও সংঘর্ষ ছড়িয়ে
পড়ে। ইসরাইলি পুলিশ এ সময় স্টান গ্রেনেড ছুঁড়ে। পরে তারা মসজিদ চত্বর বন্ধ
করে দেয়। নামাজ পড়ার জন্য কোনো মুসল্লিকে মসজিদে প্রবেশ করতে দেয় না।
ইসরাইলি
পুলিশ এক বিবৃতিতে জানায়, মসজিদের ভেতর থেকে ফিলিস্তিনিরা তাদের লক্ষ করে
পাথর ছুঁড়ে মারায় তারা মসজিদে প্রবেশ করে। ওই ফিলিস্তিনিদের আটক করতেই
পুলিশ সেখানে প্রবেশ করে বলে জানায় তারা। এক প্রত্যক্ষদর্শী জানান, ইসরাইলি
পুলিশ মসজিদে প্রবেশ করে ভাঙচুর করে নামাজের বিছানায় আগুন জ্বালিয়ে দেয়।
No comments