ভারত-বাংলাদেশ পাকিস্তানের প্রত্যেক নাগরিক হিন্দু : মোহন ভগবৎ
পুরো ভারতীয় উপমহাদেশই একটি হিন্দু জাতি- এমনটাই বিশ্বাস করেন ভারতের রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ-আরএসএস নেতা মোহন ভগবৎ। শনিবার ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়, মথুরায় শুক্রবার সংঘের একটি প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে দেয়া বক্তব্যে এ কথা বলেছেন ভগবৎ। তিনি বলেন, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের প্রত্যেক নাগরিকই যে হিন্দু- এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। হিন্দু শাস্ত্রবিদ ভগবৎ বলেন, ‘ভারত একটি হিন্দু রাষ্ট্র। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। আর এ বিশ্বাসেই আমাদের আটকে থাকতে হবে। নিজেদের এলাকা ভিন্ন করে নিতেই পারি আমরা। কিন্তু তাতে ভারত যে একটি হিন্দু জাতির দেশ, সে বিষয়টি কোনোভাবেই বাতিলের খাতায় ফেলা যেতে পারে না।’
মানুষকে চিহ্নিত করার বিভিন্ন পথের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ কেউ নিজেদের হিন্দু বলেন। কেউ বলেন, তারা ভারতীয়। এমন মানুষও আছেন যারা নিজেদের আর্য হিসেবে আখ্যায়িত করেন এবং অনেকে বলেন যে তারা মূর্তিপূজায় বিশ্বাসী নন। কিন্তু এসব বক্তব্যে ভারত যে একটি হিন্দু রাষ্ট্র, তা মনে করতে কোনো বাধা নেই।’ ভারত, বাংলাদেশ ও পাকিস্তান- তিনটি দেশই হিন্দু রাষ্ট্র, এমন দাবি করে তিনি বলেন, ‘ভারতীয় উপমহাদেশে যারাই বাস করেন, তাদের প্রত্যেকেই হিন্দু জাতির অংশ। তাদের পৃথক নাগরিকত্ব থাকতে পারে। কিন্তু তাদের জাতীয়তা হিন্দুত্ব। নিজের যুক্তির স্বপক্ষে প্রমাণ দেখাতে ইতিহাসের দিকে তাকানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ ‘স’-কে ‘হ’ হিসেবে উচ্চারণ করত আরবীয়রা। সে কারণেই তারা আমাদের হিন্দু বলতো, কারণ আমাদের দেশে সিন্ধু নামের একটি নদী ছিল। এটা সেই এলাকায় ছিল, যেখান থেকে ১৯৪৭ সালে পাকিস্তান আলাদা হয়ে যায়। ১৯৭১ সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় বাংলাদেশ। এ কারণে ওই অঞ্চল দুটোতে বসবাসকারী মানুষের নাগরিকত্ব আলাদা হয়ে গেছে। কিন্তু তাই বলে তারা তাদের বাড়িঘর কিংবা জাতীয়তা ত্যাগ করেননি। সেজন্যই আমি বলি যে তাদের জাতীয়তাবাদ এখনও একই রয়েছে।’
No comments