মানবযুগের সূচনা ১৬১০ সালে
১৬১০
সালে মানবযুগের (অ্যানথ্রোপোকিনি) সূচনা হয়েছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
নতুন এ গবেষণা অনুযায়ী ওই সময়েই পৃথিবীতে প্রকৃতপক্ষে মানুষের কর্তৃত্ব
প্রতিষ্ঠা হয়েছিল। বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘ন্যাচার’-এ ব্রিটিশ
নৃতাত্ত্বিকদের গবেষণা প্রবন্ধের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ খবর
দিয়েছে। মানুষের কার্যকলাপ, জলবায়ু ও পরিবেশের প্রভাব বিচার করে
ভূতাত্ত্বিক যুগ নির্ধারণে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। কোনো কোনো
বিজ্ঞানী পারমাণবিক বোমার উদ্বোধন কিংবা শিল্প বিপ্লবের সময়কে মানব সভ্যতার
সূচনা বলে স্বীকৃতি দেন। তবে নতুন এই গবেষণা বলছে, আমেরিকায় ইউরোপীয়দের
আগমন থেকেই পৃথিবীতে নজিরবিহীন পরিবর্তন এসেছে। ওই সময়টাই মানবযুগের
প্রাক্কাল। পৃথিবীর ইতিহাস নির্ধারণে গ্রহের ক্রিয়াশীল পরিবর্তনকে পরীক্ষা
করেন। জলবায়ু পরিবর্তনের পেছনে গ্রহাণু সংঘর্ষ কিংবা মহাদেশীয় আলোড়নকে
প্রধান কারণ হিসেবে মনে করেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানী অধ্যাপক
মার্ক মাসলিন বলেন, আমরা এখন হলোসিনি যুগে বাস করছি, যা সাড়ে ১১ হাজার বছর
আগে বরফ যুগের পর শুরু হয়েছিল। তবে ভূতাত্ত্বিক কাল নির্ধারণে প্রাপ্ত
উপাদানগুলোর আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। তবে প্রাথমিকভাবে এটাই
প্রতীয়মান হচ্ছে, ১৬১০ সালে গোল্ডেন স্প্রাইকের মাধ্যমে মূলত মানবযুগের
সূচনা হয়েছে। বিবিসি।
No comments