পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMMfV35_VFeNUXMCWUUFVj2CXhoJU1SDUEQkRTHFEEWPv5Dyc3a3cGUoZUfSVYTvB6DVhng_aoJrjCT7nbKw2oX_81edfTLyLessuCo6qLR-8FVBGZr3nJ-vdIVoT-QhpYc5PxvnVZliEx/s1600/PM_Pong.jpg)
(রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ-২০১৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা) অবরোধ,
হরতালের নামে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নাশকতামূলক কর্মকাণ্ড, হত্যা,
গাড়িতে আগুনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধ দমনে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন
করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য পুলিশ বাহিনীর
প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান তিনি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর
রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা
বলেন। রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশের বার্ষিক কুচকাওয়াজ দেখেন ও সালাম
নেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।
সব স্তরের পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে ঝুঁকি ভাতা দেওয়ার ব্যবস্থা করা
হবে বলে প্রধানমন্ত্রী জানান। এ সময় তিনি ক্ষোভপ্রকাশ করে বলেন, যে পুলিশ
বিএনপির নেত্রীকে নিরাপত্তা দিচ্ছে, সেই পুলিশের ওপরই বিএনপি এবং তাঁর দোসর
জামায়াত- শিবির হামলা চালাচ্ছে। ২০১৩ সালে তাঁরা ১৭ জন পুলিশকে হত্যা
করেছিল ও কয়েক শ জনকে আহত করেছিল বলে জানান তিনি । শেখ হাসিনা বলেন,
অবরোধের নামে বোমাবাজির কারণে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত
বিশ্ব ইজতেমায় লাখো লাখো মুসল্লিকে দুর্ভোগ পোহাতে হয়েছে। মার্কিন
সিনেটরের সই জাল করে ও বিজিবি সভাপতির টেলিফোন আলাপ নিয়ে মিথ্যাচার করে
বিএনপি দেশের ভাবমূর্তিকে পদদিলত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
No comments