অন্য শারাপোভা
বিখ্যাত ডিজাইনার মার্ক জ্যাকবসের তৈরি করা সাদা ফ্রক। সাদা হাই হিল জুতা। হাতে সাদা ব্যাগ। কাঁধের ওপর ছড়িয়ে থাকা সোনালি চুল। অনুষ্ঠানে প্রবেশ করা মাত্র সবার চোখ তার ওপর। তিনি মারিয়া শারাপোভা। রুশ রূপসী। একই সঙ্গে কত রূপ তার। চোখ তো টাটাবেই। তাই খুব স্বাভাবিকভাবেই যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। বুধবার রাতে নিউইয়র্কের দ্য নিউ মিউজিয়ামে একটি চ্যারিটি শো’তে সব আলো একাই কেড়ে নিয়েছিলেন শারাপোভা। আয়োজকরা মহাখুশি। তার উপস্থিতি যে পাঁচ কোটি ৪০ লাখ ডলার অর্থ সংগ্রহে সহায়তা করেছে তাদের। বিশ্বজুড়ে স্তন ক্যান্সারের চিকিৎসা এবং মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে খরচ হবে এই অর্থ।
টেনিস কোর্টের বাইরে শারাপোভা যখন মহৎ উদ্দেশ্যে নিজেকে সমর্পিত করেছেন, মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস তখন র্যাকেট ফেলে হাতে তুলে নিলেন মাইক্রোফোন। যে শহরে অনুষ্ঠানে আলো ছড়ান শারাপোভা সেই নিউইয়র্কেই অন্য এক অনুষ্ঠানে গান গাইলেন সেরেনা। কোমর দোলালেন গানের সুরে। যদিও স্বীকার করেছেন, ‘গান গাওয়া বাপু আমার কম্মো নয়।’ পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় টিভি শো’র সঞ্চালক ডেভিড লেটারম্যানের সঙ্গে টেনিসও খেললেন সেরেনা। হাই হিল জুতা, কালো টপ এবং সাদা-কালো স্কার্ট পরেই কোর্টে নেমে পড়েন কৃষ্ণকলি। টেনিসের বাইরেও যে একটা জীবন আছে এবং সেই জীবনে শারাপোভা-সেরেনা যে মুক্ত বিহঙ্গ, তা এ দুই রুশ-মার্কিন টেনিস তারকা দেখিয়ে দিলেন। ওয়েবসাইট।
টেনিস কোর্টের বাইরে শারাপোভা যখন মহৎ উদ্দেশ্যে নিজেকে সমর্পিত করেছেন, মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়ামস তখন র্যাকেট ফেলে হাতে তুলে নিলেন মাইক্রোফোন। যে শহরে অনুষ্ঠানে আলো ছড়ান শারাপোভা সেই নিউইয়র্কেই অন্য এক অনুষ্ঠানে গান গাইলেন সেরেনা। কোমর দোলালেন গানের সুরে। যদিও স্বীকার করেছেন, ‘গান গাওয়া বাপু আমার কম্মো নয়।’ পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় টিভি শো’র সঞ্চালক ডেভিড লেটারম্যানের সঙ্গে টেনিসও খেললেন সেরেনা। হাই হিল জুতা, কালো টপ এবং সাদা-কালো স্কার্ট পরেই কোর্টে নেমে পড়েন কৃষ্ণকলি। টেনিসের বাইরেও যে একটা জীবন আছে এবং সেই জীবনে শারাপোভা-সেরেনা যে মুক্ত বিহঙ্গ, তা এ দুই রুশ-মার্কিন টেনিস তারকা দেখিয়ে দিলেন। ওয়েবসাইট।
No comments