দেশে ফিরল মালয়েশীয় বিমানের ২০ আরোহীর লাশ
ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ-১৭ এর হতভাগ্য আরোহীদের মধ্যে ২০ মালয়েশীয় নাগরিকের লাশ শুক্রবার দেশে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবার সকাল দশটায় একটি বিশেষ বিমানে ওই লাশগুলো কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছায়। লাশগুলো সংগ্রহ করে ইউক্রেন থেকে প্রথমে নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিশেষ ফ্লাইট এমএইচ-৬১২৯ এ শুক্রবার কুয়ালালামপুর পৌঁছায় লাশগুলো।
বিশেষ সম্মানের সঙ্গে কুয়ালালামপুরের বিমানবন্দরে লাশগুলোকে গ্রহণ করে মালয়েশীয় কর্তৃপক্ষ। মালয়েশিয়ার পুত্রাজায়াতে নিহতদের শেষ সম্মান প্রদর্শনের মাধ্যমে তাদের নিজ নিজ ধর্মমতে সমাহিত করা হবে। এদিকে নিহত আরোহীদের প্রতি সম্মান দেখিয়ে মালয়েশিয়ায় ১ মিনিটের জন্য নীরবতা পালন করা হয়, অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। পাশাপাশি দেহাবশেষ ফিরিয়ে আনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পুরো মালয়েশিয়ায়। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী নাজিব রাজাক সব মালয়েশীয় নাগরিককে এক হয়ে নিহতদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুক হিসামুদ্দিন বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সে বলেন, ওই ঘটনায় নিহত ৪৭ মালয়েশীয় নাগরিকের মধ্যে শনাক্ত হওয়া ২০ জনের মৃতদেহ আনা হচ্ছে। এছাড়া আরও ৮টি মরদেহ নেদারল্যান্ডস সরকার শনাক্ত করতে পেরেছে। তাদের মরদেহ রোববার দেশে ফিরিয়ে আনা হবে। গত ১৭ জুলাই পূর্ব ইউক্রেন ও রাশিয়ার সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলায় ২৯৮ জন আরোহীসহ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭ বিধ্বস্ত হয়। ধারণা করা হয় ইউক্রেনের সরকারের বিরুদ্ধে লড়াইরত দেশটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এ হামলার জন্য দায়ী। বিবিসি।
No comments