চীনে নেকেড কর্মকর্তা বাছাই অভিযান
চাকরি করেন দেশে, কিন্তু স্ত্রী-সন্তান বাস করেন বিদেশে- এমন হাজারো সরকারি কর্মকর্তাকে চিহ্নিত করেছে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষ। ওইসব কর্মকর্তাকে তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে। নয়তো তাদের চাকরি হারানো বা পদাবনতির হুমকি দেয়া হয়েছে। গত বছর দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা বো জিলাই। তিনিও তার ছেলেকে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের সরকারি কর্মকর্তাদের মধ্যে যাদের স্ত্রী ও সন্তান দেশের বাইরে থাকেন, তাদের নেকেড কর্মকর্তা হিসেবে অভিহিত করা হয়। এ ধরনের প্রবণতা বেআইনি নয়। কিন্তু তা দুর্নীতির জন্য সহায়ক। এর মধ্য দিয়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা দেশের বাইরে অর্থ পাঠানোর সুযোগ পান বলে মনে করা হয়। এ কারণে সরকারি কর্মকর্তাদের স্ত্রী-সন্তানদের বিদেশে পাঠানো বন্ধের পক্ষে চীনা কমিউনিস্ট পার্টির নেতারা।
No comments