উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বহুগুনার পদত্যাগ
ভারতের উত্তরাখণ্ডের ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার যথেষ্ট তৎপর ছিল না বলে অভিযোগ ও কংগ্রেসের অন্দরে প্রবল চাপের ধারাবাহিকতায় পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রাজ্যপাল আজিজ খুরেশির কাছে বিজয় পদত্যাপত্র জমা দেন। খবর এনডিটিভির।
২০১৩ সালের জুন-জুলাই মাসে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। কিন্তু এই দুর্যোগে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কর্মকাণ্ডে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের পদক্ষেপ যথেষ্ট ছিল না বলে বিরোধী দলগুলো অভিযোগ করে। কংগ্রেসের কেন্দ্রীয় নতারাও এ নিয়ে অসন্তুষ্ট মনোভাব প্রকাশ করেন।
No comments