হরতাল প্রতিরোধের ডাক গণজাগরণ মঞ্চের
হেফাজতে ইসলামের আগামী সোমবারের (৮
এপ্রিল) ডাকা হরতাল প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। ওই দিন
সবাইকে জাতীয় পতাকা হাতে নিয়ে হরতালবিরোধী মিছিল করে যার যার এলাকার শহীদ
মিনারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ শনিবার
রাত পৌনে নয়টার দিকে শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ব্লগার অ্যান্ড
অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার এই আহ্বান
জানান। এ সময় গণজাগরণ মঞ্চে উপস্থিত সবাই ‘হরতাল মানি না’, ‘হরতাল মানি
না’ বলে স্লোগান দেন।
হরতাল প্রতিরোধ করব
ইমরান এইচ সরকার বলেন, ‘সোমবার কীটপতঙ্গতুল্য হেফাজতিরা হরতাল ডেকেছে। আমরা হরতাল প্রতিহত করব। কুলাঙ্গারদের হরতাল আমরা মানি না।’ তিনি বলেন, ‘সোমবারের হরতাল আমরা প্রতিরোধ করব। আমরাই শহীদ মিনারের মর্যাদা অক্ষুণ্ন রাখব।’ তিনি বলেন, ‘বাংলার প্রতিটি মানুষকে অনুরোধ করছি, আপনারা বাড়িতে যথাযথ সম্মান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন। আর সূর্যাস্তের সময় পতাকা নামিয়ে নেবেন।’
মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছে তারা
ইমরান এইচ সরকার হেফাজতে ইসলামকে ইঙ্গিত করে বলেন, ‘তারা মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নিয়ে কটূক্তি করেছে। আর সমাবেশের অনুমতি দিয়ে সেটা করার সুযোগ করে দিয়েছে সরকার। এসবই মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।’ এ জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানায় গণজাগরণ মঞ্চ। তিনি সোচ্চার কণ্ঠে ‘হায়েনা’দের প্রতিরোধ করার আহ্বান জানান।
‘সরকার দুধকলা দিয়ে সাপ পুষছে’
গণজাগরণ মঞ্চে বক্তব্য দেওয়ার সময় সরকারের কড়া সমালোচনা করেন ইমরান এইচ সরকার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাষ্ট্র আজ হেফাজতে সারমেয় ও যুদ্ধাপরাধীদের দ্বারা ভয়ানকভাবে আক্রান্ত। সরকারকে স্পষ্টভাবে জানাতে চাই, হেফাজতে ইসলামকে যে প্রশ্রয় আপনারা দিচ্ছেন, বাংলার মানুষ তা মনে রাখবে।’ তিনি বলেন, ‘সরকার দুধকলা দিয়ে সাপ পুষছে।’
সরকারের নীরবতা জাতি মেনে নেবে না
গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক আরও বলেন, পুলিশ বাহিনী যখন আক্রান্ত, ‘গণমাধ্যমকর্মীদের ওপর যখন আক্রমণ চলছে, মন্ত্রিপরিষদের সদস্যদের যখন অপমান করা হচ্ছে, ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর যখন আক্রমণ হচ্ছে, মুক্তচিন্তার পথ যখন রুদ্ধ হচ্ছে, তখন সরকারের নির্লজ্জ নীরবতা জাতি মেনে নেবে না।’ তিনি বলেন, ‘শাপলা চত্বরে “লকলকে জিহ্বা” বের করে তারা যে বক্তব্য দিয়েছে, তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। অথচ এখনো প্রশাসনের ঘুম ভাঙেনি।’
বিরোধী দলের সমালোচনা
বিরোধী দলের সমালোচনা করে ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে গণজাগরণ মঞ্চ যখন আন্দোলন করছে, তখন হেফাজতিদের কোলে নিয়ে বিরোধী দল পৈশাচিক তাণ্ডব নৃত্য করছে।
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক আরও অভিযোগ করেন, ‘আমরা যারা যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছি, তাদেরকে প্রশাসন নানাভাবে বাধাগ্রস্ত করছে। চট্টগ্রামের মহাসমাবেশ সেই ঘটনাই বড় প্রকাশ।’ তিনি বলেন, ‘আজ কীভাবে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন হয়েছে তা আপনারা জানেন। অসুর হেফাজতে ইসলাম চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলা করেছে। আজ তারা ইটিভির নারী সাংবাদিককে মেরেছে।’
আন্দোলন চলছে, চলবে
গণজাগরণ মঞ্চ দৃপ্তকণ্ঠে ঘোষণা দিয়েছে, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের মাঝে আছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রতিটি মানুষ।’
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই
ইমরান এইচ সরকার বলেন, ‘নতুন প্রজন্ম আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চায়। সরকারের কাছে জানতে চাই, তারুণ্যের রক্ত কত উত্তাল, কত তীব্র, বাংলার তরুণেরা যুগে যুগে তা প্রমাণ করেছে।’
হরতাল প্রতিরোধ করব
ইমরান এইচ সরকার বলেন, ‘সোমবার কীটপতঙ্গতুল্য হেফাজতিরা হরতাল ডেকেছে। আমরা হরতাল প্রতিহত করব। কুলাঙ্গারদের হরতাল আমরা মানি না।’ তিনি বলেন, ‘সোমবারের হরতাল আমরা প্রতিরোধ করব। আমরাই শহীদ মিনারের মর্যাদা অক্ষুণ্ন রাখব।’ তিনি বলেন, ‘বাংলার প্রতিটি মানুষকে অনুরোধ করছি, আপনারা বাড়িতে যথাযথ সম্মান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন। আর সূর্যাস্তের সময় পতাকা নামিয়ে নেবেন।’
মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছে তারা
ইমরান এইচ সরকার হেফাজতে ইসলামকে ইঙ্গিত করে বলেন, ‘তারা মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নিয়ে কটূক্তি করেছে। আর সমাবেশের অনুমতি দিয়ে সেটা করার সুযোগ করে দিয়েছে সরকার। এসবই মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।’ এ জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানায় গণজাগরণ মঞ্চ। তিনি সোচ্চার কণ্ঠে ‘হায়েনা’দের প্রতিরোধ করার আহ্বান জানান।
‘সরকার দুধকলা দিয়ে সাপ পুষছে’
গণজাগরণ মঞ্চে বক্তব্য দেওয়ার সময় সরকারের কড়া সমালোচনা করেন ইমরান এইচ সরকার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাষ্ট্র আজ হেফাজতে সারমেয় ও যুদ্ধাপরাধীদের দ্বারা ভয়ানকভাবে আক্রান্ত। সরকারকে স্পষ্টভাবে জানাতে চাই, হেফাজতে ইসলামকে যে প্রশ্রয় আপনারা দিচ্ছেন, বাংলার মানুষ তা মনে রাখবে।’ তিনি বলেন, ‘সরকার দুধকলা দিয়ে সাপ পুষছে।’
সরকারের নীরবতা জাতি মেনে নেবে না
গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক আরও বলেন, পুলিশ বাহিনী যখন আক্রান্ত, ‘গণমাধ্যমকর্মীদের ওপর যখন আক্রমণ চলছে, মন্ত্রিপরিষদের সদস্যদের যখন অপমান করা হচ্ছে, ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর যখন আক্রমণ হচ্ছে, মুক্তচিন্তার পথ যখন রুদ্ধ হচ্ছে, তখন সরকারের নির্লজ্জ নীরবতা জাতি মেনে নেবে না।’ তিনি বলেন, ‘শাপলা চত্বরে “লকলকে জিহ্বা” বের করে তারা যে বক্তব্য দিয়েছে, তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। অথচ এখনো প্রশাসনের ঘুম ভাঙেনি।’
বিরোধী দলের সমালোচনা
বিরোধী দলের সমালোচনা করে ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে গণজাগরণ মঞ্চ যখন আন্দোলন করছে, তখন হেফাজতিদের কোলে নিয়ে বিরোধী দল পৈশাচিক তাণ্ডব নৃত্য করছে।
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক আরও অভিযোগ করেন, ‘আমরা যারা যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছি, তাদেরকে প্রশাসন নানাভাবে বাধাগ্রস্ত করছে। চট্টগ্রামের মহাসমাবেশ সেই ঘটনাই বড় প্রকাশ।’ তিনি বলেন, ‘আজ কীভাবে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন হয়েছে তা আপনারা জানেন। অসুর হেফাজতে ইসলাম চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলা করেছে। আজ তারা ইটিভির নারী সাংবাদিককে মেরেছে।’
আন্দোলন চলছে, চলবে
গণজাগরণ মঞ্চ দৃপ্তকণ্ঠে ঘোষণা দিয়েছে, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের মাঝে আছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রতিটি মানুষ।’
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই
ইমরান এইচ সরকার বলেন, ‘নতুন প্রজন্ম আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চায়। সরকারের কাছে জানতে চাই, তারুণ্যের রক্ত কত উত্তাল, কত তীব্র, বাংলার তরুণেরা যুগে যুগে তা প্রমাণ করেছে।’
No comments