এক ফুল দো মালি, অতঃপর... by শামীম হাসান মিলন
পাবনার চাটমোহর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একই ছাত্রী দু’জনের সঙ্গে প্রেম করা নিয়ে সংঘর্ষে মিজানুর রহমান (১৮) নামের এক প্রেমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মিজানুর রহমান চাটমোহর পৌর এলাকার দোলং মহল্লার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি চাটমোহর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র।
চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) চপল কান্তি সরকার জানান, চাটমোহর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ওই ছাত্রী (১৭) ওই কলেজের একই বর্ষের ছাত্র মিজানুর রহমান ও একই শ্রেণীর ২য় বর্ষের ছাত্র মাহাবুল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুই প্রেমিক বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক সময় তা সংঘর্ষে রূপ নিলে মাহাবুল হোসেন ও তার বন্ধুরা মিজানুর রহমানকে বেধড়ক মারপিট করে। এসময় মিজানের আর্তচিৎকারে কলেজের অন্য ছাত্ররা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাহাবুল গং পালিয়ে যায়। আহত মিজানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওই এসআই।
এ ব্যাপারে প্রথম বর্ষের ওই ছাত্রী সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আসল ঘটনা কি তা খতিয়ে দেখা হচ্ছে।’

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুই প্রেমিক বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক সময় তা সংঘর্ষে রূপ নিলে মাহাবুল হোসেন ও তার বন্ধুরা মিজানুর রহমানকে বেধড়ক মারপিট করে। এসময় মিজানের আর্তচিৎকারে কলেজের অন্য ছাত্ররা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাহাবুল গং পালিয়ে যায়। আহত মিজানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওই এসআই।
এ ব্যাপারে প্রথম বর্ষের ওই ছাত্রী সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আসল ঘটনা কি তা খতিয়ে দেখা হচ্ছে।’
No comments