ভারত আট প্রকল্পে কেনাকাটার শর্ত শিথিলে আগ্রহী

০০ কোটি ডলার ঋণের কিছু প্রকল্পে শর্ত শিথিল করতে আগ্রহ দেখিয়েছে ভারত। এ ঋণের অন্যতম শর্ত ছিল প্রকল্পের ৮৫ শতাংশ কেনাকাটা ভারত থেকে করতে হবে। তবে সেই অবস্থান থেকে সরে আসতে রাজি হয়েছে ভারত। গতকাল বৃহস্পতিবার উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।


ইআরডিতে অনুষ্ঠিত বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাধিকা লোকেস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় ভারতের ঋণদানকারী সংস্থা এক্সিম ব্যাংকের কর্মকর্তারাও ছিলেন।
বাংলাদেশের পক্ষে ইআরডির সচিব ইকবাল মাহমুদ, অতিরিক্ত সচিব আরাস্তু খানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
ভারতীয় ঋণে কেনাকাটার শর্তের কারণে সম্প্রতি আটটি প্রকল্প বাদ দেওয়ার সুপারিশ করেছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।
ইআরডি সূত্রে জানা গেছে, ভারত এখন এ শর্ত শিথিল করতে রাজি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সড়ক নির্মাণসংক্রান্ত চারটি প্রকল্পে কেনাকাটার শর্ত শিথিল করে কত শতাংশ করা হবে, তা জানাবে ভারত।
প্রকল্পগুলো হলো: সরাইল-ব্রাক্ষণবাড়িয়া-সুলতানপুর-চিনাইর-আখাউড়া-সেনারবদি স্থলবন্দর পর্যন্ত জাতীয় মহাসড়কে উন্নীতকরণ, বারইয়ারহাট-রামগড়-সাবরুম স্থলবন্দর পর্যন্ত সড়ক উন্নয়ন, লালমনিরহাট-বুড়িমারী সড়ক উন্নয়ন এবং ঢাকার জুরাইন রেললাইন ওভারপাস নির্মাণ।
বৈঠক সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর নির্মাণ প্রকল্পে নতুন করে সমীক্ষা চালিয়ে দুই দেশের অংশীদারি ঠিক করা হবে। এ বিষয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভারতীয় পক্ষ সিদ্ধান্ত জানাবে।
বৈঠকে ছয়টি ড্রেজার কেনার প্রকল্পে ৩৫ শতাংশ কেনাকাটা ভারত থেকে সম্পন্ন করার পক্ষে মত দেওয়া হয়েছে। আর বাকিটা অন্য দেশ থেকে করতে পারবে বাংলাদেশ।
এ ছাড়া রেলওয়ের ১২৫টি যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পাশাপাশি ঢাকা-টঙ্গী তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ এবং টঙ্গী-জয়দেবপুর ডাবল ডুয়েলগেজ নির্মাণ প্রকল্পের কেনাকাটার শর্তও শিথিল করতে রাজি হয়েছে ভারত।
তবে বিএসটিআইকে আধুনিক ও শক্তিশালীকরণ প্রকল্পের বিষয়ে কোনো মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়নি।
বৈঠক শেষে ইকবাল মাহমুদ সাংবাদিকদের জানান, প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে উভয় পক্ষ একমত হয়েছে। কয়েকটি প্রকল্পের প্রস্তাবে সমস্যা ছিল। আবার ভারতীয় কর্তৃপক্ষও বেশ কিছু প্রকল্প অনুমোদন দিতে দেরি করছে। আজকের (গতকাল) বৈঠকের পর প্রকল্প বাস্তবায়নে আর কোনো জটিলতা থাকছে না।
ভারতের ঋণে মোট ২১টি প্রকল্প বাস্তবায়ন করার কথা রয়েছে। ইতিমধ্যে ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে ভারত। বাকি আটটি প্রকল্পে কেনাকাটাসংক্রান্ত জটিলতায় এত দিন কোনো অগ্রগতি হয়নি

No comments

Powered by Blogger.