চট্টগ্রামে কাফেক্সপো মেলার উদ্বোধন

বকাঠামোসহ গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পোশাক খাতের উদ্যোক্তারা। একই সঙ্গে তাঁরা আলাদাভাবে গার্মেন্টস পল্লী স্থাপনেরও দাবি জানান। নগরীর সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার সকালে তিন দিনের 'কাফেক্সপো' মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ীরা এ দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম কাদের।
তৈরি পোশাক খাতের সরঞ্জাম, প্রযুক্তি ও পণ্যসামগ্রী প্রদর্শনী নিয়ে এই 'কাফেক্সপো-২০১২' আয়োজন করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) চট্টগ্রাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, 'দেশের অর্থনীতিকে শক্তিশালী করার সম্ভাবনাময় খাত গার্মেন্ট শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে অবকাঠামো সমস্যার কারণে। অন্যদিকে গ্যাস ও বিদ্যুতের সংকটও তীব্র। সংযোগ থাকার পরও চাহিদার এক-তৃতীয়াংশ গ্যাস পাওয়া যায় না।'

ব্যবসায়ীরা আরো বলেন, 'গত অর্থবছরে এ খাত থেকে ১৭ দশমিক ৯১ বিলিয়ন ইউএস ডলার রপ্তানি আয় হয়েছে। একটি বিদেশি গ্লোবাল ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্মের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আগামী পাঁচ বছরে এ খাতের রপ্তানি আয় দ্বিগুণ হবে। কিন্তু সরকারের কিছু সিদ্ধান্তের কারণে এ শিল্প গতি হারাচ্ছে। তৈরি পোশাক শিল্পের সোর্সিংয়ের ক্ষেত্রে জাপান, তুরস্ক ও ভারতসহ বড় বিদেশি ক্রেতারা এখন বাংলাদেশমুখী হতে শুরু করেছে। এতে বড় বাজারগুলোয় বাংলাদেশের অবস্থান করে নেওয়ার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে। '
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, 'বিশ্বমন্দার কারণে উন্নত দেশগুলোয় দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে। মানুষের হাতে টাকা নেই। দেশে রেমিট্যান্স প্রবাহ কমেছে। দ্রব্যমূল্য বেড়েছে। আমদানিনির্ভর হওয়ার কারণে ভোগ্যপণ্য ও পেট্রোলিয়ামজাত দ্রব্যের খরচ বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে আমাদের আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পেয়েছে।'
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, 'অর্থনীতির ওপর এ চাপ কমাতে আমাদের রপ্তানি আয় বাড়াতে হবে। আর দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশ যেহেতু গার্মেন্ট খাত থেকে আসে, তাই এ খাতকে বিকশিত করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে। এ ছাড়া বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক পর্যায়ে আলোচনা চলছে। শিগগিরই এর প্রতিফলন দেখা যাবে।'
বিজিএমইএ সভাপতি সফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম। সভায় স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী।
বিজিএমই সভাপতি সফিউল ইসলাম বলেন, 'উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং বিদেশের বাজারে পণ্যের মূল্য কমে যাওয়ায় দেশীয় পোশাক শিল্পের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় সরকারের কাছ থেকে নীতিগত সহায়তা প্রয়োজন।'
তিন দিনের এ প্রদর্শনীতে দেশি-বিদেশি ৩৫টি কম্পানি তাদের ৬৫টি সেবা ও পণ্যসামগ্রী নিয়ে অংশ নিচ্ছে।

No comments

Powered by Blogger.