জনগণ ক্ষমতার উৎস তাদের হাতেই দায়িত্ব হস্তান্তর করব: সালেহ
ইয়েমেনের মারিব শহরে গতকাল রোববার সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের হামলায় ছয়জন সেনা নিহত ও চারজন আহত হয়েছেন। এদিকে দেশজুড়ে সরকারবিরোধী প্রবল আন্দোলন সত্ত্বেও প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ আবারও পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, জনগণ ক্ষমতার উৎস, তাদের হাতেই দায়িত্ব হস্তান্তর করবেন। একমাত্র আলাপ-আলোচনাই হচ্ছে দেশ রক্ষার একমাত্র উপায়।
একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রাজধানী সানার পূর্বে অবস্থিত মারিব শহরে সন্দেভাজন আল-কায়েদার সদস্যরা একটি সেনাবহরে হামলা চালায়। এতে ছয়জন সেনা নিহত ও আরও চারজন আহত হন। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মারিব শহরের আল-কায়েদার সবচেয়ে প্রভাবশালী নেতা আয়েদ আল-সাবওয়ানির নেতৃত্বে ওই হামলা চালানো হয়। ইয়েমেনের সেনারা আইয়ান শহরে আল-কায়েদার সহযোগী একটি সংগঠনের ছয়জন যোদ্ধাকে হত্যার একদিন পর ওই হামলা চালানো হলো।
সালেহ বিরোধীদের আলাপ-আলোচনা শুরুর আহ্বান জানিয়ে বলেন, দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করতে এর বিকল্প নেই।
একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, গতকাল রাজধানী সানার পূর্বে অবস্থিত মারিব শহরে সন্দেভাজন আল-কায়েদার সদস্যরা একটি সেনাবহরে হামলা চালায়। এতে ছয়জন সেনা নিহত ও আরও চারজন আহত হন। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মারিব শহরের আল-কায়েদার সবচেয়ে প্রভাবশালী নেতা আয়েদ আল-সাবওয়ানির নেতৃত্বে ওই হামলা চালানো হয়। ইয়েমেনের সেনারা আইয়ান শহরে আল-কায়েদার সহযোগী একটি সংগঠনের ছয়জন যোদ্ধাকে হত্যার একদিন পর ওই হামলা চালানো হলো।
সালেহ বিরোধীদের আলাপ-আলোচনা শুরুর আহ্বান জানিয়ে বলেন, দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করতে এর বিকল্প নেই।
No comments