কানাডার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে
কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টোন গত শনিবার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়ে ২ মে নির্বাচন ঘোষণা করেছেন। গত শুক্রবার হাউস অব কমনসে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী স্টিফেন হারপার সরকারের পতন হলে পার্লামেন্ট ভেঙে দেওয়ার এ সিদ্ধান্ত হয়। কনজারভেটিভ পার্টির নেতা হারপার বলেন, ‘অনাস্থা ভোটে সরকার পতনের পর আমি গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করি। তিনি পার্লামেন্ট ভেঙে দিতে সম্মতি জানিয়েছেন।
No comments