মোহালিতে টিকিটের দাবিতে বিক্ষোভ, সংঘর্ষ
বিশ্বকাপের সেমিফাইনাল। দীর্ঘদিন পর আবার ভারতের মাটিতেই মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল—ভারত ও পাকিস্তান। এমন একটা মহারণ গ্যালারিতে বসে দেখার জন্য একেবারে হন্যে হয়ে গেছে ভারতবাসী। চড়া দামেও টিকিট না পেয়ে আজ মোহালিতে টিকিটের দাবিতে বিক্ষোভ শুরু করেছে ক্রিকেটপাগল হাজারও মানুষ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে।
তবে এ বিক্ষোভের সঙ্গে টিকিট স্বল্পতার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বেশির ভাগই পাঞ্জাবে সরকারি চাকরিজীবী বলে রিপোর্ট করেছে সেখানকার একটি টেলিভিশন চ্যানেল।
১৫ বছর পর উপমহাদেশের মাটিতে আয়োজিত এবারের বিশ্বকাপের শুরু থেকেই টিকিটের দাবিতে আয়োজক দেশগুলোয় বেশ কয়েকবার ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মাসে বেঙ্গালুরুতে এবং এ মাসের শুরুতে নাগপুরে টিকিটের দাবিতে বিক্ষোভ করে হাজারও মানুষ।
তবে এ বিক্ষোভের সঙ্গে টিকিট স্বল্পতার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বেশির ভাগই পাঞ্জাবে সরকারি চাকরিজীবী বলে রিপোর্ট করেছে সেখানকার একটি টেলিভিশন চ্যানেল।
১৫ বছর পর উপমহাদেশের মাটিতে আয়োজিত এবারের বিশ্বকাপের শুরু থেকেই টিকিটের দাবিতে আয়োজক দেশগুলোয় বেশ কয়েকবার ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মাসে বেঙ্গালুরুতে এবং এ মাসের শুরুতে নাগপুরে টিকিটের দাবিতে বিক্ষোভ করে হাজারও মানুষ।
No comments