পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে আজ থেকে ৪৮ ঘণ্টার বন্ধ্
পশ্চিমবঙ্গের মাওবাদী-অধ্যুষিত জঙ্গলমহলের তিন জেলায় আজ মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার টানা বনেধর ডাক দেওয়া হয়েছে। এ কর্মসূচি ঘোষণা করেছে মাওবাদী-সমর্থিত পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটি।
জেলা তিনটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুরা। কমিটির নেতা দিলীপ হাঁসদা বলেন, গতকাল শালবনি থানার বাঁধি গ্রাম থেকে তাঁদের দলের দুই নেতাকে পুলিশ তুলে নিয়ে গেলেও আদালতে হাজির করেনি। ওই নেতাসহ অন্য নেতাদের শিগগির মুক্তি দেওয়ার দাবিতে তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেন।
জেলা তিনটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুরা। কমিটির নেতা দিলীপ হাঁসদা বলেন, গতকাল শালবনি থানার বাঁধি গ্রাম থেকে তাঁদের দলের দুই নেতাকে পুলিশ তুলে নিয়ে গেলেও আদালতে হাজির করেনি। ওই নেতাসহ অন্য নেতাদের শিগগির মুক্তি দেওয়ার দাবিতে তাঁরা এই কর্মসূচি ঘোষণা করেন।
No comments