যুক্তরাজ্যে ‘ওয়ার্ক ভিসা’ এপ্রিল থেকে সীমিত হচ্ছে
যুক্তরাজ্যে আগামী বছরের এপ্রিল মাস থেকে অ-ইউরোপীয় দেশগুলোর জন্য ওয়ার্ক ভিসার সংখ্যা সীমিত করা হবে। ওয়েবসাইটে পাওয়া যুক্তরাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ইউরোপের বাইরের দেশ থেকে অভিবাসনের সংখ্যা নব্বইয়ের দশকের পর্যায়ে নামিয়ে আনা হবে। তবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনার মাধমে এ বছর সেপ্টেম্বরের মধ্যে এই সংখ্যা চূড়ান্ত করা হবে। খবর বাসসের।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে গত সোমবার এই নতুন ঘোষণাকালে বলেন, ‘সরকার বিশ্বাস করে, অভিবাসন থেকে ব্রিটেন লাভবান হতে পারে, তবে অনিয়ন্ত্রিত অভিবাসন থেকে নয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসন উপদেষ্টা কমিটি ও সরকারের অভিবাসনবিষয়ক ইনডিপেনডেন্টঅ্যাডভাইজারকে এই সীমা নির্ধারণের জন্য আলোচনা শুরুর নির্দেশ দেন।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে গত সোমবার এই নতুন ঘোষণাকালে বলেন, ‘সরকার বিশ্বাস করে, অভিবাসন থেকে ব্রিটেন লাভবান হতে পারে, তবে অনিয়ন্ত্রিত অভিবাসন থেকে নয়।’
স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসন উপদেষ্টা কমিটি ও সরকারের অভিবাসনবিষয়ক ইনডিপেনডেন্টঅ্যাডভাইজারকে এই সীমা নির্ধারণের জন্য আলোচনা শুরুর নির্দেশ দেন।
No comments