ভোপাল গ্যাস দুর্ঘটনা মামলায় সাজাপ্রাপ্ত সাতজনের আপিল
১৯৮৪ সালে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে রাসায়নিক কারখানায় গ্যাস দুর্ঘটনার মামলায় দণ্ডপ্রাপ্ত সাত ভারতীয় জ্যেষ্ঠ ব্যবস্থাপক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। তাঁদের দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পত্রিকার খবরে এ কথা জানানো হয়।
১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে কয়েক হাজার মানুষ মারা যায়। বেসরকারি হিসাবে ওই দুর্ঘটনায় মারা গেছে ১৫ হাজার লোক।
১৯৮৪ সালের ৩ ডিসেম্বর ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে কয়েক হাজার মানুষ মারা যায়। বেসরকারি হিসাবে ওই দুর্ঘটনায় মারা গেছে ১৫ হাজার লোক।
No comments