জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৫ জুলাই ভারত বন্ধ্
জ্বালানি তেল, গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ জুলাই গোটা ভারতে বনেধর ডাক দিয়েছে চারটি বাম দল। গতকাল মঙ্গলবার বাম দলগুলোর নেতারা ১২ ঘণ্টার এই বনেধর ডাক দেন।
সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড ব্লক ও আরএসপি এই বনেধর ডাক দেয়। বনেধর প্রতি সমর্থন জানিয়েছে অজিত সিংয়ের আরএলডি, ওমপ্রকাশ চৌতালার আইএনএলডি, লালু প্রসাদ যাদবের আরজেডি, মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, বিজু পট্টনায়েকের বিজেডি, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, এইচ ডি দেবগৌড়ার জেডিএস, রামবিলাশ পাশোয়ানের এলজেপি, কুমারী জয়ললিতার এডিএমকে প্রভৃতি রাজনৈতিক দল।
সিপিএম, সিপিআই, ফরোয়ার্ড ব্লক ও আরএসপি এই বনেধর ডাক দেয়। বনেধর প্রতি সমর্থন জানিয়েছে অজিত সিংয়ের আরএলডি, ওমপ্রকাশ চৌতালার আইএনএলডি, লালু প্রসাদ যাদবের আরজেডি, মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, বিজু পট্টনায়েকের বিজেডি, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, এইচ ডি দেবগৌড়ার জেডিএস, রামবিলাশ পাশোয়ানের এলজেপি, কুমারী জয়ললিতার এডিএমকে প্রভৃতি রাজনৈতিক দল।
No comments