ভারতে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০
ভারতের উত্তরবঙ্গ, পূর্ববিহার ও আসাম রাজ্যে মঙ্গলবার রাতের প্রচণ্ড ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০-এ দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছে ২০০ জন। তবে ঘূর্ণিঝড়ের পর বেশ কিছু প্রত্যন্ত এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আলীপুরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক জি সি দেবনাথের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ৮০ থেকে ১২০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ওই ঘূর্ণিঝড়ে বিহারের আরারিয়া, পূর্ণিয়া, কাতিহার ও কিশানগঞ্জ জেলা এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় এক লাখেরও বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রচণ্ড ঝড়ে কাঁচা ও টিনের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে উত্তর দিনাজপুরে ৩৮ জন; বিহারের আরারিয়া, পূর্ণিয়া, কাতিহার ও কিশানগঞ্জে ৬৯ জন; দাগারওয়ায় সাতজন ও আসামের ধুবরি জেলার মানকাচরে চারজন মারা গেছে।
আলীপুরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক জি সি দেবনাথের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ৮০ থেকে ১২০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ওই ঘূর্ণিঝড়ে বিহারের আরারিয়া, পূর্ণিয়া, কাতিহার ও কিশানগঞ্জ জেলা এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় এক লাখেরও বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রচণ্ড ঝড়ে কাঁচা ও টিনের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে উত্তর দিনাজপুরে ৩৮ জন; বিহারের আরারিয়া, পূর্ণিয়া, কাতিহার ও কিশানগঞ্জে ৬৯ জন; দাগারওয়ায় সাতজন ও আসামের ধুবরি জেলার মানকাচরে চারজন মারা গেছে।
No comments