মিয়ানমারে বোমা হামলায় নিহত ৯
মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে বোমা হামলায় নারীসহ অন্তত নয়জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সরকারের একজন মুখপাত্র এই তথ্য দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই মুখপাত্র জানান, নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। ইয়াঙ্গুনের কান্দওয়াগি হ্রদের পাড়ের একটি পার্কে বোমা তিনটির বিস্ফোরণ ঘটানো হয়। অপর একটি বোমা উদ্ধার শেষে নিষ্ক্রিয় করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বার্ষিক পানি উৎসব উপলক্ষে গতকাল পার্কটিতে হাজারো মানুষ জড়ো হয়। একপর্যায়ে বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হয়। মানুষজন দিগ্বিদিক ছুটতে থাকে। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ বিস্ফোরণস্থলটি ঘেরাও করে রাখে।
এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। দেশটির পুরোনো এই রাজধানী শহরে গত কয়েক বছরে অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন কয়েক দফা বোমা হামলা চালানো হয়েছে। জান্তা সরকার দাবি করে আসছে, এসব হামলায় নির্বাসিত সশস্ত্র গোষ্ঠী অথবা বিদ্রোহীদের হাত রয়েছে
নাম প্রকাশ না করার শর্তে ওই মুখপাত্র জানান, নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। ইয়াঙ্গুনের কান্দওয়াগি হ্রদের পাড়ের একটি পার্কে বোমা তিনটির বিস্ফোরণ ঘটানো হয়। অপর একটি বোমা উদ্ধার শেষে নিষ্ক্রিয় করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বার্ষিক পানি উৎসব উপলক্ষে গতকাল পার্কটিতে হাজারো মানুষ জড়ো হয়। একপর্যায়ে বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হয়। মানুষজন দিগ্বিদিক ছুটতে থাকে। আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ বিস্ফোরণস্থলটি ঘেরাও করে রাখে।
এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। দেশটির পুরোনো এই রাজধানী শহরে গত কয়েক বছরে অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন কয়েক দফা বোমা হামলা চালানো হয়েছে। জান্তা সরকার দাবি করে আসছে, এসব হামলায় নির্বাসিত সশস্ত্র গোষ্ঠী অথবা বিদ্রোহীদের হাত রয়েছে
No comments