বিআইবিএমে কাজের মেলা অনুষ্ঠিত
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ক্যাম্পাসে সম্প্রতি এক ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।
এমবিএম ১২তম ব্যাচ ও সান্ধ্যকালীন এমবিএম দ্বিতীয় ব্যাচের মোট ৮৭ জন ছাত্রছাত্রী এতে অংশ নেন।
এর আগে ‘বিআইবিএম সন্ধ্যা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জব ফেয়ারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কাজী শহীদুল্লাহ।
এ মেলায় প্রিমিয়ার ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলোন ও উত্তরা ব্যাংক অংশগ্রহণ করে। এসব ব্যাংক কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে ছাত্রছাত্রীদের সাক্ষাত্কার গ্রহণ করে নিয়োগ প্রদান করেছে।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে বিআইবিএম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে এমবিএম ডিগ্রি ও ২০০৬ সাল থেকে সান্ধ্যকালীন এমবিএম ডিগ্রি প্রদান করে আসছে। প্রতিবছরই বিআইবিএম ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য জব ফেয়ারের আয়োজন করা হয়।
এমবিএম ১২তম ব্যাচ ও সান্ধ্যকালীন এমবিএম দ্বিতীয় ব্যাচের মোট ৮৭ জন ছাত্রছাত্রী এতে অংশ নেন।
এর আগে ‘বিআইবিএম সন্ধ্যা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জব ফেয়ারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কাজী শহীদুল্লাহ।
এ মেলায় প্রিমিয়ার ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলোন ও উত্তরা ব্যাংক অংশগ্রহণ করে। এসব ব্যাংক কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে ছাত্রছাত্রীদের সাক্ষাত্কার গ্রহণ করে নিয়োগ প্রদান করেছে।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে বিআইবিএম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে এমবিএম ডিগ্রি ও ২০০৬ সাল থেকে সান্ধ্যকালীন এমবিএম ডিগ্রি প্রদান করে আসছে। প্রতিবছরই বিআইবিএম ডিগ্রিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য জব ফেয়ারের আয়োজন করা হয়।
No comments