এক নম্বরে বিধ্বস্ত এক নম্বর
৩.৪-২-১-৫, চা-বিরতির পর ডেল স্টেইনের বোলিং বিশ্লেষণ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল পুড়ে ছারখার হয়ে গেল র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলারের আগুনে। ৪ উইকেটে ২২১ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া ভারত অলআউট ২৩৩ রানেই। ফলো অনের পর আবার ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট দুই ওপেনার। মুরালি বিজয় ও শচীন টেন্ডুলকারের শেষ বিকেলের দৃঢ়তায় কাল আর কোনো ভারতীয় ব্যাটসম্যানকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামতে হয়নি। তবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টেস্ট হারের শঙ্কা তাতে দূর হয়নি, দক্ষিণ আফ্রিকাকে আবার ব্যাটিংয়ে নামাতেই প্রয়োজন এখনো ২৫৯ রান।
মরনে মরকেলের করা দিনের প্রথম বলেই আউট গৌতম গম্ভীর। দ্বিতীয় ইনিংসে আবার নিজের দ্বিতীয় বলেই গম্ভীরকে আউট করেছেন মরকেল। সারা দিনে মরকেলের তিন বলে শূন্য রান, দুবার আউট গম্ভীর। কাল চা-বিরতির আগে অবশ্য এমন কিছু ভাবাও যায়নি। ৫৬ রানে ৩ উইকেট হারানোর পর অভিষিক্ত এস বদ্রিনাথকে নিয়ে ১৩৬ রানের জুটি গড়েছিলেন বীরেন্দর শেবাগ। কাল শেবাগ ছিলেন অনেক সাবধানী, অফ স্টাম্পের বাইরের বলে লোভ সামলেছেন অনেকবার। ১৩৪ বলে সেঞ্চুরি করার পরপরই অবশ্য আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে, অফ স্টাম্পের বাইরে প্রায় ওয়াইড একটি বল তাড়া করে। চা-বিরতির পর তো স্টেইনের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে তছনছ ভারতের ইনিংস।
মরনে মরকেলের করা দিনের প্রথম বলেই আউট গৌতম গম্ভীর। দ্বিতীয় ইনিংসে আবার নিজের দ্বিতীয় বলেই গম্ভীরকে আউট করেছেন মরকেল। সারা দিনে মরকেলের তিন বলে শূন্য রান, দুবার আউট গম্ভীর। কাল চা-বিরতির আগে অবশ্য এমন কিছু ভাবাও যায়নি। ৫৬ রানে ৩ উইকেট হারানোর পর অভিষিক্ত এস বদ্রিনাথকে নিয়ে ১৩৬ রানের জুটি গড়েছিলেন বীরেন্দর শেবাগ। কাল শেবাগ ছিলেন অনেক সাবধানী, অফ স্টাম্পের বাইরের বলে লোভ সামলেছেন অনেকবার। ১৩৪ বলে সেঞ্চুরি করার পরপরই অবশ্য আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে, অফ স্টাম্পের বাইরে প্রায় ওয়াইড একটি বল তাড়া করে। চা-বিরতির পর তো স্টেইনের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে তছনছ ভারতের ইনিংস।
No comments