প্রত্যাশা মেটাতে পারেননি মিজানুর-রাসিউল
গত গেমসের সোনাজয়ী মিজানুর রহমানকে ঘিরেই আশা ছিল বেশি। তায়কোয়ান্দোতে সেই আশার আলো আরও উজ্জ্বল করেছিলেন শারমিন ফারজানা ও শাম্মী আক্তারের সোনা জয়। অথচ মিজানুরই পারেননি! সোনা তো দূরের কথা, কোনো পদকই এনে দিতে পারেননি তিনি। তবে ৮৭ কেজি ঊর্ধ্ব ওজন শ্রেণীতে রাসেল কবির এবং মেয়েদের অনূর্ধ্ব-৫৭ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ এনে দিয়েছেন শাহারাবুনী বিশ্বাস।
যাঁকে ঘিরে সোনার আশা আবর্তিত হচ্ছিল কাল, সেই মিজানুর বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই। কেন এমন হলো? ‘আসলে সবার সব দিন সমান যায় না। আজ (গতকাল) দিনটি আমার খুব বাজে গেছে’—বলেছেন মিজানুর। রাসেল কবির যে ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন, পুরুষদের সেই ৮৭ কেজি ঊর্ধ্ব ওজন শ্রেণীতে ভারতের সন্দীপ কুন্ডু জিতেছেন সোনা। আর রুপা পেয়েছেন শ্রীলঙ্কার রবীন্দ্র রাজাপক্ষে, ব্রোঞ্জ পাকিস্তানের শাহ আদিলের।
শাহারাবুনীর ইভেন্টের সোনা গেছে শ্রীলঙ্কার ফাতিমা কেশিয়ার অধিকারে। রুপা পেয়েছেন নেপালের মানিতা শাহি। শাহারাবুনীর সঙ্গে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের সৃষ্টি সিং।
যাঁকে ঘিরে সোনার আশা আবর্তিত হচ্ছিল কাল, সেই মিজানুর বাদ পড়েছেন প্রথম রাউন্ড থেকেই। কেন এমন হলো? ‘আসলে সবার সব দিন সমান যায় না। আজ (গতকাল) দিনটি আমার খুব বাজে গেছে’—বলেছেন মিজানুর। রাসেল কবির যে ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন, পুরুষদের সেই ৮৭ কেজি ঊর্ধ্ব ওজন শ্রেণীতে ভারতের সন্দীপ কুন্ডু জিতেছেন সোনা। আর রুপা পেয়েছেন শ্রীলঙ্কার রবীন্দ্র রাজাপক্ষে, ব্রোঞ্জ পাকিস্তানের শাহ আদিলের।
শাহারাবুনীর ইভেন্টের সোনা গেছে শ্রীলঙ্কার ফাতিমা কেশিয়ার অধিকারে। রুপা পেয়েছেন নেপালের মানিতা শাহি। শাহারাবুনীর সঙ্গে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের সৃষ্টি সিং।
No comments