মিসরের হ্যাটট্রিক শিরোপা
মঞ্চ সাজানোই ছিল। কিন্তু বিজয়ীর বেশে সেই মঞ্চে উঠতে অপেক্ষা করতে হলো অনেক। ম্যাচের ৮৫ মিনিটের সময় ন্যাগির দেওয়া একমাত্র গোলে ঘানাকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের হ্যাটট্রিক শিরোপা জিতল মিসর।
২০১০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও আফ্রিকান শ্রেষ্ঠত্ব এ নিয়ে সপ্তমবারের মতো পেল মিসরের দল। বিশ্বকাপে যেতে না পারার সান্ত্বনা আরও আছে। যে ঘানাকে কাল তারা ভালো খেলে হারাল, আফ্রিকা থেকে বিশ্বকাপ খেলবে তারাও।
২০১০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও আফ্রিকান শ্রেষ্ঠত্ব এ নিয়ে সপ্তমবারের মতো পেল মিসরের দল। বিশ্বকাপে যেতে না পারার সান্ত্বনা আরও আছে। যে ঘানাকে কাল তারা ভালো খেলে হারাল, আফ্রিকা থেকে বিশ্বকাপ খেলবে তারাও।
No comments