মহিলা ফুটবলে স্বস্তি
মহিলা ফুটবলে ভারত টানা দ্বিতীয় জয় পেয়েছে, প্রথম ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে। প্রথম দুই ম্যাচেই হারল শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচে নেপালের কাছে ০-১ গোলে হেরেছে বাংলাদেশ। অপ্রত্যাশিত এই পরাজয়ের পর কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশিত জয়টা এল ২-০ গোলে। ৭ মিনিটে আংরাচিন মারমার গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে ৮৯ মিনিটে সুইনু প্রু মারমার গোলে।
শ্রীলঙ্কাকে ৮-১ উড়িয়ে গেমস শুরু করেছে ফেবারিট ভারত। কাল পাকিস্তানের বিপক্ষে ৬-০ জয়ে ফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে গেছে দলটির। ১০-১৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ফেলেন বেমবেম দেবী। তার আগে ৭ মিনিটে গোল উত্সব শুরু করেন সুস্মিতা মালিক, ২৮ মিনিটে তিনি আরও একটি গোল করে স্কোরলাইন করেন ৫-০! তারপর আর গোল করার দিকে আগ্রহ ছিল না ভারতীয় মেয়েদের। অতিরিক্ত সময়ে ষষ্ঠ গোলটি করে গোল উত্সরের ইতি টানেন নোবাই চানু।
প্রথম ম্যাচে নেপালের কাছে ০-১ গোলে হেরেছে বাংলাদেশ। অপ্রত্যাশিত এই পরাজয়ের পর কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাশিত জয়টা এল ২-০ গোলে। ৭ মিনিটে আংরাচিন মারমার গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে ৮৯ মিনিটে সুইনু প্রু মারমার গোলে।
শ্রীলঙ্কাকে ৮-১ উড়িয়ে গেমস শুরু করেছে ফেবারিট ভারত। কাল পাকিস্তানের বিপক্ষে ৬-০ জয়ে ফাইনাল মোটামুটি নিশ্চিত হয়ে গেছে দলটির। ১০-১৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ফেলেন বেমবেম দেবী। তার আগে ৭ মিনিটে গোল উত্সব শুরু করেন সুস্মিতা মালিক, ২৮ মিনিটে তিনি আরও একটি গোল করে স্কোরলাইন করেন ৫-০! তারপর আর গোল করার দিকে আগ্রহ ছিল না ভারতীয় মেয়েদের। অতিরিক্ত সময়ে ষষ্ঠ গোলটি করে গোল উত্সরের ইতি টানেন নোবাই চানু।
No comments