জুডোতে তিনটি ব্রোঞ্জ
বড়মুখ করেই সোনার কথা বলেছেন জুডো কর্মকর্তারা। কিন্তু তিন দিন কেটে গেলেও সোনা দূরে থাক রুপাও আসেনি। ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে জুডো দলকে।
বিকেএসপিতে কাল অনূর্ধ্ব-৯০ কেজিতে সোনা জিতেছেন ভারতের বিক্রম সোলাঙ্কি, রুপা শ্রীলঙ্কার কৃষ্ণ প্রিয়দর্শন, ব্রোঞ্জ জিতেছেন দুজন বাংলাদেশের তরিকুল ইসলাম ও আফগানিস্তানের মোহাম্মদ তৌফিক। অনূর্ধ্ব-৭৩ কেজিতে সোনা ভারতের বলবিন্দর সিং, রুপা পাকিস্তানের কেরামত বাট, ব্রোঞ্জ বাংলাদেশের হাবিবুর রহমান ও নেপালের দীপক কৃষ্ণের। অনূর্ধ্ব-৮১ কেজিতে সোনা জিতেছেন পাকিস্তানের তানভির আহমেদ, রুপা শ্রীলঙ্কার সুজিত কুমার ও ব্রোঞ্জ বাংলাদেশের সুশীল মোহান্ত।
বিকেএসপিতে কাল অনূর্ধ্ব-৯০ কেজিতে সোনা জিতেছেন ভারতের বিক্রম সোলাঙ্কি, রুপা শ্রীলঙ্কার কৃষ্ণ প্রিয়দর্শন, ব্রোঞ্জ জিতেছেন দুজন বাংলাদেশের তরিকুল ইসলাম ও আফগানিস্তানের মোহাম্মদ তৌফিক। অনূর্ধ্ব-৭৩ কেজিতে সোনা ভারতের বলবিন্দর সিং, রুপা পাকিস্তানের কেরামত বাট, ব্রোঞ্জ বাংলাদেশের হাবিবুর রহমান ও নেপালের দীপক কৃষ্ণের। অনূর্ধ্ব-৮১ কেজিতে সোনা জিতেছেন পাকিস্তানের তানভির আহমেদ, রুপা শ্রীলঙ্কার সুজিত কুমার ও ব্রোঞ্জ বাংলাদেশের সুশীল মোহান্ত।
No comments