ফিলিপাইনে দুই কাউন্সিলরকে গুলি করে হত্যা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের গোলযোগপূর্ণ দ্বীপ মিন্দানাওয়ে গত শনিবার অতর্কিত এক হামলায় শহরের দুই কাউন্সিলর নিহত হয়েছেন। খবর এএফপির।
আঞ্চলিক পুলিশ পরিচালক জ্যাক ক্যাটালুনা জানান, মিন্দানাওয়ে গত শনিবার নিজেদের পামওয়েল বাগান পরিদর্শনের সময় ১০ জন সশস্ত্র লোক কাউন্সিলর কোরাজন ফ্লোরিডা ও ডিন্ডোলিগায়ানকে গুলি করে হত্যা করে।
ক্যাটালুনা জানান, মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়োর ‘লাকাজ’ জোটের পক্ষে এই দুই কাউন্সিলর পুনরায় নির্বাচনের পরিকল্পনা করেছিলেন।
আঞ্চলিক পুলিশ পরিচালক জ্যাক ক্যাটালুনা জানান, মিন্দানাওয়ে গত শনিবার নিজেদের পামওয়েল বাগান পরিদর্শনের সময় ১০ জন সশস্ত্র লোক কাউন্সিলর কোরাজন ফ্লোরিডা ও ডিন্ডোলিগায়ানকে গুলি করে হত্যা করে।
ক্যাটালুনা জানান, মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়োর ‘লাকাজ’ জোটের পক্ষে এই দুই কাউন্সিলর পুনরায় নির্বাচনের পরিকল্পনা করেছিলেন।
No comments