এবার প্রেমিকার সন্তানের বাবা হলেন জ্যাকব জুমা
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা আবারও সংবাদের শিরোনাম হয়েছেন। তিনি সম্প্রতি তাঁর এক প্রেমিকার সন্তানের বাবা হয়েছেন। ওই প্রেমিকা জুমারই ঘনিষ্ঠ এক বন্ধুর মেয়ে। ওই বন্ধু এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল রোববার স্থানীয় কয়েকটি সংবাদপত্রে এ খবর ছাপা হয়।
গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দক্ষিণ আফ্রিকা বিষয়ে এক প্রশ্নোত্তর পর্বে জ্যাকব জুমা বহুবিবাহের পক্ষে তাঁর জোরালো সমর্থন ব্যক্ত করেন। এ খবর তখন স্থানীয় পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয়। প্রেমিকার সন্তানের বাবা হওয়ার খবরে দেশটিতে আবারও হইচই পড়ে গেছে।
দ্য সানডে টাইমস-এর খবরে বলা হয়, জুমার ওই প্রেমিকার নাম সোনোনো খোজা (৩৯)। সোনোনোর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই। সোনোনোর বাবা দেশের প্রখ্যাত ক্রীড়া সংগঠক আরভিন খোজা। এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কমিটির চেয়ারম্যান তিনি।
জানা গেছে, সোনোনো তাঁর সদ্যজাত সন্তানের নাম নিবন্ধন করেছেন থানদেকিলে মাতিনা জুমা—এই নামে। খবরটি যদি সত্যি হয়, তাহলে ওই সন্তান হবে ৬৭ বছর বয়সী জুমার ২০তম সন্তান। এ ব্যাপারে জানতে জ্যাকব জুমার কার্যালয়ে যোগাযোগ করে কারও মন্তব্য নেওয়া যায়নি। তবে সোনোনোর বাবা তাঁর বন্ধুদের বলেছেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বহুবিবাহ সাধারণ ঘটনা। বিশেষ করে গ্রামাঞ্চলের জুলু সম্প্রদায়ের পুরুষেরা একাধিক বিয়ে করে থাকেন। জুমাও ওই সম্প্রদায়ের লোক। ইতিমধ্যে তিনি পাঁচবার বিয়ে করেছেন। বর্তমানে তাঁর ঘরে তিনজন স্ত্রী রয়েছেন। দাভোসে বহুবিবাহের পক্ষে কথা বলায় দেশের তরুণ প্রজন্ম জুমার তীব্র সমালোচনা করেছে। তরুণ প্রজন্ম মনে করে, আধুনিক যুগে বহুবিবাহের মতো অপসংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করতে হবে।
গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দক্ষিণ আফ্রিকা বিষয়ে এক প্রশ্নোত্তর পর্বে জ্যাকব জুমা বহুবিবাহের পক্ষে তাঁর জোরালো সমর্থন ব্যক্ত করেন। এ খবর তখন স্থানীয় পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয়। প্রেমিকার সন্তানের বাবা হওয়ার খবরে দেশটিতে আবারও হইচই পড়ে গেছে।
দ্য সানডে টাইমস-এর খবরে বলা হয়, জুমার ওই প্রেমিকার নাম সোনোনো খোজা (৩৯)। সোনোনোর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই। সোনোনোর বাবা দেশের প্রখ্যাত ক্রীড়া সংগঠক আরভিন খোজা। এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কমিটির চেয়ারম্যান তিনি।
জানা গেছে, সোনোনো তাঁর সদ্যজাত সন্তানের নাম নিবন্ধন করেছেন থানদেকিলে মাতিনা জুমা—এই নামে। খবরটি যদি সত্যি হয়, তাহলে ওই সন্তান হবে ৬৭ বছর বয়সী জুমার ২০তম সন্তান। এ ব্যাপারে জানতে জ্যাকব জুমার কার্যালয়ে যোগাযোগ করে কারও মন্তব্য নেওয়া যায়নি। তবে সোনোনোর বাবা তাঁর বন্ধুদের বলেছেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বহুবিবাহ সাধারণ ঘটনা। বিশেষ করে গ্রামাঞ্চলের জুলু সম্প্রদায়ের পুরুষেরা একাধিক বিয়ে করে থাকেন। জুমাও ওই সম্প্রদায়ের লোক। ইতিমধ্যে তিনি পাঁচবার বিয়ে করেছেন। বর্তমানে তাঁর ঘরে তিনজন স্ত্রী রয়েছেন। দাভোসে বহুবিবাহের পক্ষে কথা বলায় দেশের তরুণ প্রজন্ম জুমার তীব্র সমালোচনা করেছে। তরুণ প্রজন্ম মনে করে, আধুনিক যুগে বহুবিবাহের মতো অপসংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করতে হবে।
No comments