ইসরায়েলও ফিলিস্তিন বন্দী বিনিময় প্রক্রিয়া শুরু করেছে
ফিলিস্তিনিদের হাতে আটক এক ইসরায়েলি সেনার মুক্তির বিনিময়ে ইসরায়েলে আটক বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীর মুক্তির প্রথম ও পরীক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে গতকাল শুক্রবার। আটক ওই সেনার সাম্প্রতিক ভিডিওচিত্র দেখে ২০ জন ফিলিস্তিনি নারী বন্দীকে গতকাল মুক্তি দেয় ইসরায়েল।
২০০৬ সালের জুন মাসে হামাসসংশ্লিষ্ট জঙ্গিদের হাতে আটক হন ইসরায়েলি সেনাবাহিনীর সার্জেন্ট গিলাদ শালিত। ইসরায়েল কর্তৃপক্ষ ভিডিওটেপটি দেখে বিশ্বাসযোগ্য মনে করে ওই ফিলিস্তিনি নারী বন্দীদেরকে পশ্চিম তীর ও গাজায় ফিরে যেতে দেয়।
একজন জার্মান মধ্যস্থতাকারী শালিতের ভিডিওচিত্র ইসরায়েলি মধ্যস্থতাকারীর হাতে তুলে দেন। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি নারীদের মুক্তি দেওয়ার আগে তিনটি বিষয় পরীক্ষা করে দেখা হয়। বিষয়গুলো হচ্ছে—ভিডিওটেপটি হতে হবে সাম্প্রতিককালের, শালিতকে ক্যামেরার সামনে পরিষ্কারভাবে কথা বলতে হবে এবং ভিডিওটেপটি হতে হবে কমপক্ষে এক মিনিটের। শর্ত পূরণ হওয়ায় ওই নারীদের ইসরায়েল মুক্তি দেয়।
২০০৬ সালের জুন মাসে হামাসসংশ্লিষ্ট জঙ্গিদের হাতে আটক হন ইসরায়েলি সেনাবাহিনীর সার্জেন্ট গিলাদ শালিত। ইসরায়েল কর্তৃপক্ষ ভিডিওটেপটি দেখে বিশ্বাসযোগ্য মনে করে ওই ফিলিস্তিনি নারী বন্দীদেরকে পশ্চিম তীর ও গাজায় ফিরে যেতে দেয়।
একজন জার্মান মধ্যস্থতাকারী শালিতের ভিডিওচিত্র ইসরায়েলি মধ্যস্থতাকারীর হাতে তুলে দেন। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, ফিলিস্তিনি নারীদের মুক্তি দেওয়ার আগে তিনটি বিষয় পরীক্ষা করে দেখা হয়। বিষয়গুলো হচ্ছে—ভিডিওটেপটি হতে হবে সাম্প্রতিককালের, শালিতকে ক্যামেরার সামনে পরিষ্কারভাবে কথা বলতে হবে এবং ভিডিওটেপটি হতে হবে কমপক্ষে এক মিনিটের। শর্ত পূরণ হওয়ায় ওই নারীদের ইসরায়েল মুক্তি দেয়।
No comments