‘এ’ দলের ঘাড়ে রানের বোঝা
মহারাষ্ট্রে (পুনে) ফোন করতেই কোচ সারোয়ার ইমরান জানালেন, ‘ভাই, কী বলব। আনফিট দল নিয়ে খেলতে হচ্ছে। শাহাদাতের হালকা জ্বর, অনুশীলনের সময় অ্যাঙ্কেলে চোট পেয়েছে নাফীস ইকবাল।’ মহারাষ্ট্র সফররত বাংলাদেশ ‘এ’ দলের একমাত্র চার দিনের ম্যাচের শুরুটা তাই ভালো হলো না। অতিথিদের ঘাড়ে প্রথম দিনেই রানের বোঝা চাপিয়ে দিয়েছে স্বাগতিক দল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে যাওয়া মহারাষ্ট্র দল ৮ উইকেটে ৩০৯ রান তুলে শেষ করেছে দিনের খেলা। সর্বোচ্চ ৬৭ রান করেছেন আনকিত বেওয়ানি। ‘এ’ দলের ডলার মাহমুদ, সোহরাওয়ার্দী ও ফয়সাল হোসেন নিয়েছেন ২টি করে উইকেট। শাহাদাত হোসেন পেয়েছেন ১টি উইকেট।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে যাওয়া মহারাষ্ট্র দল ৮ উইকেটে ৩০৯ রান তুলে শেষ করেছে দিনের খেলা। সর্বোচ্চ ৬৭ রান করেছেন আনকিত বেওয়ানি। ‘এ’ দলের ডলার মাহমুদ, সোহরাওয়ার্দী ও ফয়সাল হোসেন নিয়েছেন ২টি করে উইকেট। শাহাদাত হোসেন পেয়েছেন ১টি উইকেট।
No comments