সেরেনার শাস্তি
সম্ভাব্য সর্বোচ্চ শাস্তিটাই হলো সেরেনা উইলিয়ামসের। কিম ক্লাইস্টার্সের বিপক্ষে ইউএস ওপেনের সেমিফাইনালে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে মেয়েদের টেনিসের দুই নম্বর তারকাকে। কোর্টে অখেলোয়াড়সুলভ আচরণের সর্বোচ্চ শাস্তি এটাই। এ ছাড়া র্যাকেট ছুড়ে মারায় আরও বাড়তি ৫০০ ডলার গুনতে হবে সেরেনাকে। অঙ্কটা অবশ্য সেরেনার কাছে খুবই নগণ্য, এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেই প্রাইজমানি জিতেছেন সাড়ে তিন লাখ ডলার।
প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটে ৫-৬ অবস্থায় যখন সেরেনা ১৫-৩০-এ পিছিয়ে, এমন সময় প্রথম সার্ভিসটি মিস করেন সেরেনা। দ্বিতীয় সার্ভিসের সময় লাইন্সউওম্যান ফুট-ফল্ট কল করেন। ক্ষিপ্ত সেরেনা এ সময় লাইন্সউওম্যানকে গালাগালি শুরু করেন। সেরেনাকে এক পয়েন্ট জরিমানা করলে ক্লাইস্টার্স ম্যাচ জিতে যান। টুর্নামেন্ট অফিশিয়ালরা ভিডিও দেখে এবং সেরেনা ও ম্যাচ আম্পায়ারের সাক্ষাত্কার নিয়ে এই শাস্তি ঘোষণা করেন।
শনিবারের ঘটনার এক দিন পর গতকাল রাতেই বড় বোন ভেনাসকে সঙ্গে নিয়ে দ্বৈতের ফাইনালে আবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে নামার কথা ছিল সেরেনার।
প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটে ৫-৬ অবস্থায় যখন সেরেনা ১৫-৩০-এ পিছিয়ে, এমন সময় প্রথম সার্ভিসটি মিস করেন সেরেনা। দ্বিতীয় সার্ভিসের সময় লাইন্সউওম্যান ফুট-ফল্ট কল করেন। ক্ষিপ্ত সেরেনা এ সময় লাইন্সউওম্যানকে গালাগালি শুরু করেন। সেরেনাকে এক পয়েন্ট জরিমানা করলে ক্লাইস্টার্স ম্যাচ জিতে যান। টুর্নামেন্ট অফিশিয়ালরা ভিডিও দেখে এবং সেরেনা ও ম্যাচ আম্পায়ারের সাক্ষাত্কার নিয়ে এই শাস্তি ঘোষণা করেন।
শনিবারের ঘটনার এক দিন পর গতকাল রাতেই বড় বোন ভেনাসকে সঙ্গে নিয়ে দ্বৈতের ফাইনালে আবার আর্থার অ্যাশ স্টেডিয়ামে নামার কথা ছিল সেরেনার।
No comments