খোঁয়াড়ের মতো নোংরা এক বাসায় কেটেছে ম্যারাডোনার শেষ দিনগুলো

ডিয়েগো ম্যারাডোনার শেষ দিনগুলোয় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে বুয়েনস এইরেসের সান ইসিদ্রো আদালতে। গতকাল শুনানি কার্যক্রম চলার পর আগামী মঙ্গলবার পর্যন্ত বিচারকার্যে বিরতি ঘোষণা করা হয়। শুনানিতে ম্যারাডোনার দুই কন্যা দালমা ও জিয়ানিন্নার পক্ষের আইনজীবী ফের্নান্দো বার্লান্দো জানিয়েছেন, সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে কতটা অযত্নে শেষ দিনগুলো কাটাতে হয়েছে।

আদালতে বার্লান্দো অভিযোগ করেন, ২০২০ সালের ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত যে বাসায় ১৯৮৬ বিশ্বকাপের নায়কের শেষ দিনগুলো কেটেছে, তা কোনো রোগীর থাকার জন্য উপযোগী ছিল না। বার্লান্দোর ভাষায়, ‘বাসাটা ছিল শূকরের খোঁয়াড়ের মতো, এতটা নোংরা খুব কমই দেখা যায়।’

মস্তিষ্কে অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পর ২০২০ সালের ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ম্যারাডোনা। বুয়েনস এইরেসের এক অভিজাত এলাকায় ভাড়া করা বাড়িতে জীবনের শেষ দিনগুলো কেটেছে তাঁর।

সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার যে বাড়িতে থাকতেন, আদালতের সামনে বার্লান্দো সেই বাসার একটি মডেল উপস্থাপন করেন। বাসার ভেতরের অবস্থা, কী কী সুবিধা-অসুবিধা ছিল, আদালতকে তা বোঝাতে মডেলটি উপস্থাপন করা হয়। বার্লান্দোর ভাষায়, ‘বাসাটি ঘরোয়া হাসপাতালের উপযোগী ছিল না।’ বাথরুম নিয়ে বার্লান্দো বলেন, ‘এক মিটারেরও কম প্রশস্ত’, যা কঠিন ছিল ‘ডিয়েগোর চলাফেরার জন্য।’

বার্লান্দো সেই বাসার কক্ষগুলোর অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন শুনানিতে। ম্যারাডোনার দেখাশোনার জন্য নার্সরা অবস্থান করেছেন বাসায়। কিন্তু তাঁরা যে কক্ষে থাকতেন, সেখান থেকে ম্যারাডোনার কক্ষের বেশ দূরত্ব ছিল। অর্থাৎ ম্যারাডোনা কোনো দরকারে তাঁদের ডাকলে নিজেদের কক্ষ থেকে সেই ডাক শোনা অসম্ভব ছিল নার্সদের জন্য।

আগামী মঙ্গলবার বিচারকার্যে সাক্ষ্য দেবেন পুলিশ কর্মকর্তা লুকাস গ্যাব্রিয়েল, দুই কমিশনার রদ্রিগো বোর্হে ও হাভিয়ের লিওনার্দো মেন্দোজা। ম্যারাডোনার মৃত্যুর দিন তাঁরা সবার আগে সেই বাসায় প্রবেশ করেছিলেন। সপ্তাহে দুই দিন (মঙ্গল ও বৃহস্পতিবার) এই বিচারকার্যে চিকিৎসকসহ অন্তত ১০০ জন সাক্ষ্য দেবেন, যা জুলাই পর্যন্ত চলতে পারে।

এদিকে আর্জেন্টিনার সাম্প্রতিক বিষয় নিয়ে দেশটির সাংবাদিক ভিভিয়ানা কানোসার অনুষ্ঠান ‘ভিভিয়ানা এন ভিভো’য় উপস্থিত হয়ে বার্লান্দো ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ব্যক্তিদের ‘৮ থেকে ২৫ বছরের কারাবাস’ দাবি করেন। অভিযুক্ত ব্যক্তিদের ‘গুন্ডাদের দল’ অভিহিত করে বার্লান্দো বলেছেন, ‘তাঁরা ম্যারাডোনাকে পুরোপুরি অনুপযুক্ত পরিবেশে থাকার জন্য পাঠিয়েছিলেন। ঠিকমতো দেখাশোনা না করে তাঁর পরিবারের সঙ্গে প্রতারণা করেছেন কিংবা দেখাশোনার নামে আসলে হত্যা করছিলেন।’

মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন একজন নিউরোসার্জন, একজন মনোরোগবিশেষজ্ঞ, একজন মনোবিজ্ঞানী, একজন মেডিকেল কো-অর্ডিনেটর, একজন নার্স কো-অর্ডিনেটর, একজন চিকিৎসক এবং রাতের পালার নার্স। দিনের বেলায় ম্যারাডোনাকে দেখভাল করতেন যে নার্স, তাঁর বিচার করা হবে আলাদাভাবে।

বুয়েনস এইরেসে ম্যারাডোনার একটি দেয়ালচিত্র। কিংবদন্তিকে এখনো খুব ভালোবাসেন আর্জেন্টাইনরা
বুয়েনস এইরেসে ম্যারাডোনার একটি দেয়ালচিত্র। কিংবদন্তিকে এখনো খুব ভালোবাসেন আর্জেন্টাইনরা। এএফপি

No comments

Powered by Blogger.