ঘামাচি দূরে ঘরোয়া টোটকা
এই
রোদ, এই বৃষ্টি। আবহাওয়ার উত্থানপতনে আপনার শরীরের বেহালদশা। এই দশায়
অনেকেরই গায়ে ঘামাচি উঠে যায়। ঘামাচির অস্বস্তি দূরে জেনে নিন ঘরোয়া
টোটকা...
- ১) আলুর রসে দূর হয় ঘামাচি। আলু পাতলা করে কেটে ঘামাচির স্থানে ঘসে নিন। অথবা ব্লেন্ড করে রস বের করে নিন। আলুর রস দিনে দুবার ঘামাচি আক্রান্ত স্থানে দিলেই আরাম মিলবে।
- ২) ঘামাচি বা র্যাশে লাগাতে পারেন অ্যালোভেরা বা ঘৃতকুমারীর রস লাগাতে পারেন নিয়মিত। সব জ্বালা যন্ত্রণা নিমিষেই দূর হয়ে যাবে।
- ৩) ব্যবহার করতে পারেন বেসন ও গোলাপজলের প্যাক। চার চামচ বেসনের সঙ্গে সামান্য পানি ও গোলাপজল মিশিয়ে ঘামাচি আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
- ৪) মুলতানি মাটি লাগাতে পারেন গোলাপজল দিয়ে।
- ৫)বরফ কাজ করে দারুণভাবে। বরফের টুকরো পাতলা কাপড়ে জড়িয়ে ঘামাচি আক্রান্ত স্থানে ঘসে নিন।
>>সূত্র- জি নিউজ।
No comments